The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ন্যান্সির ঈদের ‘বৃষ্টি ভেজা রাত’ গান ব্যাপক প্রশংসিত [ভিডিও]

এই গানটির গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন সেউল বাবু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একের পর এক গান করে দর্শকদের মন জয় করে চলেছেন বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। ন্যান্সির ঈদের ‘বৃষ্টি ভেজা রাত’ গান ব্যাপক প্রশংসিত হয়েছে।

ন্যান্সির ঈদের ‘বৃষ্টি ভেজা রাত’ গান ব্যাপক প্রশংসিত [ভিডিও] 1

ঈদকে সামনে রেখে কণ্ঠশিল্পীরা প্রকাশ করেন নতুন নতুন গানের ভিডিও। সেই ধারাবাহিকতায় বসে ছিলেন না জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সিও। ঈদুল ফিতর উপলক্ষে নতুন গান প্রকাশ করেন তিনি। গানের শিরোনাম হলো ‘বৃষ্টি ভেজা রাত’। গানটি প্রকাশের পর ব্যাপক প্রশংসিত হয়েছে।

‘বৃষ্টি ভেজা রাত/সাহস করে ভালোবেসে আজ ধরতেই হবে হাত … হঠাৎ চোখে ইশায়ার ফুল যেনো ফুটেছে – এই কথার গানটি লিখেছেন প্রদীপ সাহা। অভি আকাশের সুরে এর সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু।

এই গানটির গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন সেউল বাবু। এতে মডেল হয়েছেন প্রীতম খান এবং জান্নাত। দেখা গেছে ন্যান্সিকেও।

নতুন এই গানটি সম্পর্কে আগেই ন্যান্সি বলেছেন, ‘গানের কথা, সুর ও সঙ্গীত এককথায় বলা যায় চমৎকার। ব্যক্তিগতভাবে গানটা আমার খুবই ভালো লেগেছে। এই গানের ভিডিও নির্মাণও সুন্দর হয়েছে। আশা করছি দর্শক-শ্রোতাদেরও খুব ভালো লাগবে।’

ন্যান্সির ঈদের ‘বৃষ্টি ভেজা রাত’ গান ব্যাপক প্রশংসিত [ভিডিও] 2

ন্যান্সির এই ‘বৃষ্টি ভেজা রাত’ প্রকাশ পায় প্রযোজনা প্রতিষ্ঠান ‘মা মিউজিক স্টেশন’র ইউটিউব চ্যানেলে।

দেখুন ভিডিও গানটি

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...