The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

৪ বছর বয়সেই মেয়র!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ মাত্র ৪ বছর বয়সে মেয়র হয়েছেন এমন খবর শুনলে সবাই চমকে উঠবেন এটাই স্বাভাবিক। কিন্তু ঘটনাটি আসলেই সত্য।


via-usatoday

এখনো স্কুলেও যাওয়া শুরু হয়নি। আইসক্রিম খেতে ও মাছ ধরতে পছন্দ করে। বয়স মাত্র ৪ বছর। এই বয়েসেই কেও কোন শহরের মেয়র হতে পারেন। এটি অনেকের কাছে অবিশ্বাস্য হলেও যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের পর্যটন শহর ডোরসেটের মেয়র ৪ বছরের ছোট্ট বালক রবার্ট ববি। মেয়রের বয়স যেমন কম তেমনি কম এর জনসংখ্যা। এর জনসংখ্যা মাত্র ২২। মন্ত্রী ও তার পরিবার শহরে আসলে জনংখ্যা ২৮ জনে উন্নীত হয়। বিশ্বের রেস্টুরেন্ট রাজধানী হিসেবে পরিচিত এই শহরে কোন আনুষ্ঠানিক সিটি গর্ভমেন্ট নেই। মেক্সিকান আর ইতালিয়ান রেস্টুরেন্ট আছে এই ছোট্ট শহরে। খবর এপির।

কিভাবে নির্বাচন হয়

শহরবাসী প্রত্যেক বছর টেস্ট অব ডোরসেট ফেস্টিভ্যাল আয়োজন করে। বিজীয়ই মেয়র নির্বাচিত হয়। যে কেও যত খুশি ততবার ভোট দিতে পারে। তবে প্রতিবার ভোট দেয়ার জন্য দিতে হয় এক ডলার। মাত্র তিন বছরেই ববি মেয়র নির্বাচিত হয়। তার সমর্থকরা তাকে নিয়ে শহরময় ঘুরে বেড়ায়। তার মা ইমা টাফটস (৩৪) বলেন, ববি ভালই করছে। মেয়র হিসেবে তার কাজ হচ্ছে লেক আর পাইন গাছ সমৃদ্ধ এই শহরে পর্যটকদের শুভেচ্ছা জানানো। আর আইসক্রিম বানানো তার আরেকটি কাজ। তবে তা খবারের পিরামিডে।

ক্ষুদে মেয়রের জনসেবা

আমাদের সমাজের মেয়ররা যেমন জনসেবায় নিজেদের নিয়োজিত করে ঠিক তেমনি এই ক্ষুদে মেয়র ববিও নিজেকে জনসেবায় নিয়োজিত করে থাকে- মেয়র বলে কথা! সম্প্রতি নর্থ ড্যাকোটা অঙ্গরাজ্যের একটি দাতব্য প্রতিষ্ঠানের জন্য তহবিল সংগ্রহে নেতৃত্ব দেয় সে। তার উদ্দেশ্য এতো কম বয়সে যেহেতু সে মেয়রের পদ পেয়েছে সে পদের মর্যাদা রাখতে চায় ববি। অন্তত তার বাবা-মায়ের কাছে এমন শিক্ষাই সে গ্রহণ করেছে।
তথ্যসূত্র: অনলাইন।

Loading...