দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময় অনলাইন মাধ্যমের অন্যতম জনপ্রিয় গেম হলো পাবজি। বিশ্বের বিভিন্ন দেশের পর এবার এই গেমটি নিষিদ্ধ করেছে জর্ডান।
এনডিটিভির এক খবরে বলা হয়েছে, এই গেমটি সাম্প্রতিক সময় দেশের মানুষের মনে বিরূপ প্রভাব ফেলছে- এমন কারণ দেখিয়ে দেশটির সরকার এই গেম নিষিদ্ধ করেছে।
গত শনিবার হতে জর্ডানের টেলিকম নিয়ন্ত্রণকারী সংস্থা নতুন আইনটি কার্যকরও করা শুরু করেছে। ইতিমধ্যেই দেশটির নাগরিকদের এই গেম না খেলার নির্দেশ দেওয়া হয়েছে।
অনলাইন গেম প্লেয়ার আননোন’স ব্যাটলগ্রাউন্ডস (পাবজি) তরুণ প্রজন্মের মনে বিরূপ প্রভাব ফেলছে- জর্ডানের মনোবিদরা অনেক দিন ধরেই সরকারের কাছে এমন অভিযোগ করে আসছেন। বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার অবশেষে গেমটি বন্ধ ঘোষণা করলো।
এই পাবজি গেমটি ইতিমধ্যেই ইরাক, নেপাল ও ভারতের গুজরাটে নিষিদ্ধ হয়েছে। সেই তালিকায় এবার জর্ডনের নাম উঠে এলো।
জানা গেছে, এই পাবজি খেলার সময় যুদ্ধক্ষেত্রে একের পর এক খেলোয়াড়কে খুন করতে হয়। বর্তমান সময়ে অন্যতম এক জনপ্রিয় খেলায় পরিণত হয়েছে এই গেমটি।
উল্লেখ্য, অনলাইনে একাধিক ব্যক্তি মিলে খেলতে হয় এই পাবজি গেম। একটি নির্জন দ্বীপে অন্যদের হত্যা করে নিজেদেরকে টিকে থাকতে হয় গেমটিতে। শেষ পর্যন্ত যে ব্যক্তি বা দল জীবিত থাকে, সে-ই হয় বিজয়ী।