দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেক রকম খবর বের হওয়ার পর আবারও আলোচনায় চলে এলো বুবলী। শাকিবের ‘বীর’ ছবি হতে বাদ পড়ার খবর আগে শোনা গেলেও এবার শোনা যাচ্ছে ‘বীর’ ছবিতে বুবলীই থাকছেন শাকিবের নায়িকা!
অনেক রকম খবর বের হওয়ার পর আবারও আলোচনায় চলে এলো বুবলী। শাকিবের ‘বীর’ ছবি হতে বাদ পড়ার খবর আগে শোনা গেলেও এবার শোনা যাচ্ছে ‘বীর’ ছবিতে বুবলীই থাকছেন শাকিবের নায়িকা! কারণ পর পর বেশ কিছু চলচ্চিত্রে শাকিবের সঙ্গে জুটি করেছেন নায়িকা বুবলী। এই জুটিকেই বর্তমান সময়ে সফল জুটি হিসেবে দেখা হচ্ছে।
চিত্রনায়ক শাকিব খান প্রযোজিত তৃতীয় ছবি ‘বীর’-এ নায়িকা হিসেবে শুরুতে বুবলীর নাম শোনা গেলেও পরবর্তীতে বুবলীর থাকা না থাকা নিয়ে বহু পানি ঘোলা হয়েছে। তবে শেষ পর্যন্ত এই ছবিতে বুবলীই নাকি থাকছেন শাকিবের নায়িকা হিসেবে। ‘বীর’ ছবির সঙ্গে সংশ্লিষ্ট একটি বিশ্বস্ত সূত্র খবরটি নিশ্চিত করেছে বলে একটি সংবাদ মাধ্যমের খবরে জানা যায়।
সূত্রটি জানায় যে, এখনও চুক্তি না হলেও মৌখিকভাবে ‘বীর’-এ চূড়ান্ত হয়েছেন চিত্রনায়িকা বুবলী। আরও জানা গেছে, ঈদের পর শুটিং শুরু করবেন পাসওয়ার্ড খ্যাত এই নায়িকা বুবলী।
‘বীর’ ছবিতে বুবলীর থাকার সত্যতা নিশ্চিত করেছেন বুবলী নিজেও। তিনি বলেছেন, “শেষ পর্যন্ত ছবিতে থাকছি এজন্য নায়ক, পরিচালক ও প্রযোজকদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।”
এসকে ফিল্মস-এর প্রযোজনায় ‘বীর’ নির্মাণ করতে চলেছেন দেশের বর্ষীয়ান চিত্রপরিচালক কাজী হায়াৎ। এটি হতে চলেছে কাজী হায়াৎ নির্দেশিত ৫০তম সিনেমা। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে ‘বীর’ চলচ্চিত্রের। তবে প্রথম লটে শুটিংয়ে অংশ নিচ্ছেন না শাকিব খান এবং বুবলী। ঈদের পরে তারা শুটিং এ অংশ নেবেন।
দেশ, সমাজ, সংস্কৃতি, আইন, শাসন সবকিছু নিয়েই ‘বীর’ ছবির গল্প আবৃত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে ছবিটি সারাদেশ মুক্তি পাবে বলে ধারণা করা হচ্ছে।
শাকিব খানের প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস-এর ব্যানারে গত ঈদে মুক্তি পায় বহুল আলোচিত চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’। ছবিটি নকলের অভিযোগ উঠলেও প্রায় মাসব্যাপী দেশের প্রায় সব প্রেক্ষাগৃহে ভালো ব্যবসা করেছে। এই ছবির ব্যবসাসফলতার পর পরই একসঙ্গে ৫টি ছবি নির্মাণের ঘোষণা আসে শাকিবের প্রযোজনা সংস্থার তরফ হতে। তারই একটি প্রয়াস হলো এই আলোচিত চলচ্চিত্র ‘বীর’।