দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বয়স মাত্র ৬ অথচ বাস্তব জীবনে এখনই সে একজন প্রতিষ্ঠিত মানুষ! এই বয়সে সে নিজের আয়ে তৈরি করেছেন ৬৮ কোটি টাকার বাড়ি!
বিভিন্ন রকম পুতুলের আপডেট নিয়ে বোরাম নামের একটি শিশু নিজের নামে খুলেছে দু’টি ইউটিউব চ্যানেল। এর মধ্যে একটি চ্যানেলের দর্শকসংখ্যা ১ কোটি ৩৬ লাখ এবং অপরটির দর্শকসংখ্যা ১ কোটি ৭৬ লাখ।
এই শিশুটির বয়স মাত্র ৬ বছর। নিজের আয় হতে ইতিমধ্যেই ৮০ লাখ মার্কিন ডলার দিয়ে বাড়ি কিনেছে! অবিশ্বাস্য হলেও এমন একটি ঘটনাটা ঘটেছে দক্ষিণ কোরিয়াতে।
বোরামের পথচলা কিন্তু শুরু থেকে খুব একটা মসৃণ ছিল না। তার চ্যানেলগুলো নিয়ে নানা বিতর্ক হয়েছে। বিশেষ করে এতো অল্প বয়সে ইউটিউব চ্যানেল চালানো ঠিক হচ্ছে কি না তা নিয়েও বিতর্ক সৃষ্টি হয়।
জানা যায়, দক্ষিণ কোরিয়ার সাধারণ নাগরিকরা বোরামের বিরুদ্ধে সেভ দ্য চিলড্রেনের কাছে নালিশও জানিয়েছিল। কেও কেও আবার আদালতে পর্যন্ত চলে যায়। তবে আদালত বোরামের পক্ষেই রায় দিয়েছিলো। যে কারণে তার এই অগ্রযাত্রা থেমে যায়নি। আজ সমাজের আর সকলের কাছেই বোরাম যেনো একজন আইডলে পরিণত হয়েছেন।