দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কখন কার ভাগ্য ফেরে তা বলা মুশকিল। যেমন এক দরিদ্র কৃষকের ভাগ্য ফিরলো লটারির মাধ্যমে। তিনি ২৮ কোটি টাকার লটারি জিতে নিয়েছেন!
কৃষি কাজে তেমন কোনো লাভ হচ্ছিল না ভারতের হায়দরাবাদের কৃষক বিলাস রিক্কালার। তাই নিজের দেশ ছেড়ে দুবাইয়ে যান ভাগ্য ফেরাতে। তবে সেখানেওদ তার ব্যর্থতা। অবশেষে আবার নিজের দেশেই ফিরে আসলেন তিনি। তবে আসার আগে একটা কাজ করে এসেছিলেন ভারতের হায়দরাবাদের কৃষক বিলাস রিক্কালা। আর সেখান থেকেই পাল্টে গেলো তার ভাগ্যের চাকা।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়’র প্রতিবেদনে বলা হয়েছে যে, বিলাস রিক্কালা দুবাই হতে ফেরার আগে রবি নামের তার এক বন্ধুকে ২০ হাজার টাকা দিয়ে আসেন। সেই টাকা দিয়ে তিনি দুবাই শপিং ফেস্টিভাল-এ লটারির টিকিট কাটতে বলেন। বিলাস স্ত্রীর কাছ থেকে সেই ২০ হাজার টাকা নাকি ধার নিয়েছিলেন। সেই টাকা দিয়েই লটারির টিকিট কেটে ভারতীয় মুদ্রায় প্রায় ২৮ কোটি ৪২ লাখ ৪০ হাজার টাকা জিতে নিয়েছেন এই কৃষক বিলাস রিক্কালা!
বিলাস রিক্কালা এবং তার স্ত্রী পদ্মার সংসারে রয়েছে দুই মেয়ে। চারজনের সংসারে স্বচ্ছলতা বলতে তেমন কিছুই ছিলো না। দুবাই থেকে দেশে ফেরার ৪৫ দিনের মাথায় ওই লটারি জয়ের খবর পেলেন বিলাস রিক্কালা। লটারিতে ১ কোটি ৫ লাখ দিরহাম (ভারতীয় মুদ্রায় যা দাঁড়াচ্ছে প্রায় ২৮ কোটি ৪২ লাখ ৪০ হাজার টাকা) জিতে নিয়েছেন এই কৃষক বিলাস রিক্কালা।