দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ৯ আগস্ট ২০১৯ খৃস্টাব্দ, ২৫ শ্রাবণ ১৪২৬ বঙ্গাব্দ, ৭ জ্বিলহজ্ব ১৪৪০ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে ছবিটি আপনারা দেখছেন সেটি টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোপালপুরের নির্মাণাধীন ২০১ গম্বুজ মসজিদ। একটি মফস্বল শহরে এতো সুন্দর একটি মসজিদ হতে পারে তা কখনও চিন্তাও করা যায় না।
এই মসজিদটির ছাদের মাঝখানে তৈরি করা হচ্ছে ৮১ ফুট উচ্চতার একটি বড় গম্বুজ। চারদিকে রয়েছে ১৭ ফুট উচ্চতার ২০০টি গম্বুজ, যেগুলো ইতিমধ্যেই বিভিন্ন দামি পাথরে অলংকৃত করা হয়েছে। মূল মসজিদের চার কোনায় রয়েছে ১০১ ফুট উচ্চতার ৪টি মিনার।
সেইসঙ্গে ৮১ ফুট উচ্চতার আরও ৪টি মিনার তৈরি করা হয়েছে। মসজিদের দেওয়ালের টাইলসে অঙ্কিত করা হচ্ছে পূর্ণ কোরআন এবং আল্লাহর ৯৯টি সুন্দরতম নাম, যা অনেকখানি ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে। যে কেও বসে বা দাঁড়িয়ে মসজিদের দেওয়ালের এই অঙ্কিত কোরআন পড়তে পারবেন।
মসজিদের ছাদে উঠে গম্বুজ গুলোর দিকে তাকালেই যেনো চোখ জুড়িয়ে যায়। মসজিদের কাজের সঙ্গে জড়িত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫ বিঘা জমির উপর নির্মাণাধীন এই মসজিদের প্রধান দরজাটি নির্মাণে ব্যবহার করা হয়েছে ৫০ মণ পিতল! আজান দেওয়ার জন্য মসজিদের সবচেয়ে উঁচু মিনারে রয়েছে পৃথক একটি রুম। নির্মাতাদের দাবি হলো, এটিই বিশ্বের সবচেয়ে বেশি গম্বুজবিশিষ্ট এবং দ্বিতীয় উচ্চতম মিনারের মসজিদ হতে চলেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মসজিদটির নির্মাণ পর্যায়ে এটি সাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। স্থাপনাটি দেখতে প্রতিদিন সকাল হতে সন্ধ্যা অবধি ভিড় করছেন বহু দর্শনার্থীরা। ইতিমধ্যেই মসজিদটির নির্মাণ কাজ ৮০ ভাগ শেষ হয়েছে। পুরোপুরিভাবে নির্মাণ কাজ শেষ হলে এটি একটি ঐতিহ্যবাহী মসজিদের মর্যাদা পাবে বলে মনে করা হচ্ছে।
তথ্য: একুশে টেলিভিশন।