দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। একের পর এক ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করে চলেছেন। এবার বাপ্পি-জোলির ‘ডেঞ্জার জোন’ আসছে আগামী দুর্গাপূজায়।
শারদীয় দুর্গাপূজায় সিনেমা হল মাতাবেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। এই উৎসবকে কেন্দ্র করে মুক্তি পেতে চলেছে বাপ্পির ‘ডেঞ্জার জোন’ চলচ্চিত্রটি। এই ঘোষণা দিয়েছেন ছবিটির পরিচালক বেলাল সানি।
অপরদিকে আগামী দুর্গাপূজায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটিও মুক্তির ঘোষণা দিয়েছেন পরিচালক দেবাশীষ বিশ্বাস। যে কারণে দুর্গাপূজায় একসঙ্গে বাপ্পির দুইটি সিনেমা মুক্তি পাবে এবার প্রেক্ষাগৃহে। যদিও সিনেমা দু’টি অক্টোবরের কোন তারিখে মুক্তি পাবে তা এখনও নিশ্চিত করেননি নির্মাতারা।
জানা গেছে, ‘ডেঞ্জার জোন’ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে ভৌতিক গল্প নিয়ে। এই চলচ্চিত্রে বাপ্পির বিপরীতে অভিনয় করেছেন জোলি। এই সিনেমার শুটিং করতে গিয়ে গত মাসে আহত হন বাপ্পি চৌধুরী। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ডিজে সোহেল, শামীম, মেহেরিমা, সীমান্ত, রাজু সরকার প্রমুখ।
এই চলচ্চিত্র সম্পর্কে নির্মাতা বেলাল সানি বলেন, ‘এখনও ‘ডেঞ্জার জোন’র শুটিং এর কিছু অংশ বাকি রয়েছে। আশা করছি আর মাত্র দু’দিনেই শেষ হবে। পুরো সিনেমার কাজ প্রায় শেষ হয়েছে। তবে ভিজ্যুয়াল গ্রাফিক্সের বেশকিছু কাজ বাকি রয়েছে যা অক্টোবরের আগেই শেষ করা হবে। আশা করছি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমার প্রথম সিনেমাটি মুক্তি দিতে পারবো।’
উল্লেখ্য, বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় ও দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমাটিও এই মাসে (অক্টোবর) মুক্তির তালিকায় রয়েছে। এর কাজও একেবারে শেষ পর্যায়ে রয়েছে। আগামী পূজায় সিনেমাটি রিলিজের প্রত্যাশা করছেন পরিচালক। সেজন্য বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাসকে নিয়ে সম্প্রতি কয়েকটি গানের শুটিংও শেষ করে ফেলেছেন পরিচালক।