দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের একমাত্র প্রবাল দ্বীপ খ্যাত সেন্টমার্টিনের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতে প্রতি বছর হাজার হাজার পর্যটক বঙ্গোপসাগরে আসেন। টেকনাফ থেকে ট্রলার ও জাহাজে করে সেন্টামার্টিন যাওয়া যায়। তবে পর্যটকদের জন্য জাহাজে ভ্রমণ সেন্টমার্টিন গমণ সবচেয়ে নিরাপদ ও আরামদায়কও বটে। সেন্টমার্টিন যেতে জাহাজ ভাড়া, টিকেট বুকিং ও দরকারি তথ্য জেনে নিন।
প্রতিদিন কেয়ারী সিন্দাবাদ, কেয়ারি বে ক্রুজ এন্ড ডাইন, এম ভি ফারহান, এম ভি বে ক্রুজ-১, আটলান্টিক ক্রজ ইত্যাদি জাহাজ টেকনাফ সেন্টমার্টিন রুটে চলাচল করে থাকে। প্রতিদিন সকাল ৯.৩০ মিনিটে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং বিকেল ৩ টায় আবার ওই জাহাজ ফিরে আসে।
কেয়ারি বে ক্রুজ এন্ড ডাইন
কেয়ারি বে ক্রুজ এন্ড ডাইন সেন্টমার্টিনগামী পর্যটকদের কাছে একটি সুপরিচিত নাম। শীতাতাপ নিয়ন্ত্রিত এই জাহাজের অভ্যন্তরে ডাইনিংয়ের ব্যবস্থাও রয়েছে।
টিকেট মূল্য:
মেইন ডেক (এক্সক্লুসিভ লাউঞ্জ) ১,০০০ টাকা।
আপার ডেক (কোরাল লাউঞ্জ) ১,০০০ টাকা।
আপার ডেক (পার্ল লাউঞ্জ) ১,৪০০ টাকা।
কেয়ারি সিন্দাবাদ
ননএসি কেয়ারি সিন্দাবাদ টেকনাফ-সেন্টমার্টিন রুটের সবচেয়ে পুরনো এবং একটি জনপ্রিয় জাহাজ। এই জাহাজের টিকেট মূল্য বাকি সকল জাহাজের তুলনায় বেশ কম।
টিকেট মূল্য:
মেইন ডেক ৬৫০ টাকা।
ওপেন ডেক ৮০০ টাকা।
ব্রিজ ডেক ৯০০ টাকা।
টিকেট বুকিং এর জন্য যোগাযোগ:
কর্পোরেট অফিস (ঢাকা):
KEAEI Plaza (5th Floor),
83, Shat Mashjid Road, 8/a Dhanmondi, Dhaka-1209
Ph : 01817-148735, 01814-658270, 01841-094179, 01712114009
কক্সবাজার অফিস:
Urmee Guest House (Ground Floor),
Kalatoli Road, Cox’s Bazar.
Ph : 01817210421, 01817210422, 01817210423, 01817210424
টেকনাফ অফিস:
Damdamia, KEARI Ghat Taknaf, Cox’s Bazar
Ph : 01819379083, 01817210428, 018114184790
অনলাইনে কেয়ারি জাহাজের টিকেট বুকিং দিতে হলে: www.kearitourismbd.com
দ্যা আটলান্টিক ক্রুজ
সেন্টমার্টিন রুটে সবচেয়ে জনপ্রিয় জাহাজের নাম হলো আটলান্টক ক্রুজ। যার পূর্ব নাম হলো এল.সি.টি কুতুবদিয়া। এসি/ননএসি সুবিধাযুক্ত এই জাহাজটি এই রুটের বৃহৎ শিপ হিসাবে খ্যাতিমান।
টিকেট মূল্য:
ইকোনমি ডেক ৭৫০ টাকা।
ওপেন ডেক ৮৫০ টাকা।
রয়েল লাউঞ্জ ১০৫০ টাকা।
লাক্সারি লাউঞ্চ ১৩৫০ টাকা।
যোগাযোগ:
Chowdhury Group of Industries (pvt.) Ltd.
55/B Noakhali tower, level-14,
Purana Palton, Dhaka.
Ph: 01714 634762
এম ভি বে ক্রুজ-১
টেকনাফ-সেন্টমার্টিন রুটের সবচেয়ে দ্রুতগতির জাহাজের নাম হলো এম ভি বে ক্রুজ-১। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই জাহাজের টিকেটের মূল্য তুলনামূলক একটু বেশি।
টিকেট মূল্য:
রজনীগন্ধা ১,৩০০ টাকা।
হাসনাহেনা ১,৪০০ টাকা।
কৃষ্ণচূড়া ১,৬০০ টাকা।
যোগাযোগ:
HOT LINE
Ph: +88 01971591127
DHAKA OFFICE:
Ph: +880 1827167817 (Mr.Bashir)
Ph: +880 1776284601 (Mr.Bashir)
COX’S BAZAAR OFFICE:
Ph: +880 1779181872 (Mr.Bahadur)
Ph: +880 1944797528 (Mr.Sayed Hussain)
Ph: +880 1820248205 (Mr.Sohel)
এম ভি ফারহান
জলপথে চলাচলকারীদের কাছে এম ভি ফারহান একটি সুপরিচিত নাম। নন-এসি এই জাহাজটি বেশ দ্রুততার সঙ্গে সেন্টমার্টিন গমন করে।
টিকেট মূল্য:
মেইন ডেক ৬৫০ টাকা।
ওপেন ডেক ৮৫০ টাকা।
ব্রিজ ডেক ৯০০ টাকা।
ট্রলারে যাবে যেভাবে
কক্সবাজার থেকে আপনাকে টেকনাফ যেতে হবে। তারপর টেকনাফ নামারবাজার ব্রিজ বা জেটি ঘাট থেকে ট্রলার, স্পিডবোট এবং মালবাহী ট্রলার ছাড়ে। সিজনের সময় জাহাজ ঘাটের পাশ থেকেও ট্রলার ছাড়ে। সাধারণত ট্রলার এবং মালবাহী বোট ১৫০-৩৫০ টাকা ভাড়া নেয়। এই ট্রলার ভাড়া সিজন ও যাত্রীভেদে কম বেশি হয়ে থাকে। সময় লাগে প্রায় ৩ ঘন্টা। তবে নিরাপত্তার কথা বিবেচনা করলে ট্রলারে যাওয়া মোটেও উচিত না। যদি শিপে যাবার উপায় থাকে তাহলে শীপে যাওয়া আসা করাই ভালো।
টিকেট কিভাবে করবেন
কেয়ারি ছাড়া অন্য জাহাজগুলোর বর্তমানে অনলাইনে অগ্রিম টিকেট কাটার কোনো সুযোগ নেই। তবে সরাসরি তাদের অফিসে গিয়ে অগ্রিম টিকেট আপনি নিতে পারবেন। এছাড়াও বিভিন্ন এজেন্টদের কাছ থেকে উপরোক্ত শীপগুলোর অগ্রিম টিকেট নিতে পারেন।
টেকনাফে গিয়ে দেখবেন প্রতিটি জাহাজের ঘাটে সংশ্লিষ্ট জাহাজের টিকেট কাটার ব্যবস্থাও রয়েছে। তাই টেকনাফে গিয়ে জাহাজগুলোর ঘাট থেকেও টিকেট কাটতে পারবেন। তবে পিক সিজনে ছুটির দিনগুলোতে পর্যটকের চাপ খুব বেশি থাকে, সেই ক্ষেত্রে ভালো হবে আগেই টিকেট কাটার ব্যবস্থা করে রাখা। তথ্যসূত্র: https://vromonguide.com
ওপেন ডেক ৮৫০ টাকা।
রয়েল লাউঞ্জ ১০৫০ টাকা।
লাক্সারি লাউঞ্চ ১৩৫০ টাকা।
55/B Noakhali tower, level-14,
Purana Palton, Dhaka.
Ph: 01714 634762
হাসনাহেনা ১,৪০০ টাকা।
কৃষ্ণচূড়া ১,৬০০ টাকা।
Ph: +88 01971591127
DHAKA OFFICE:
Ph: +880 1827167817 (Mr.Bashir)
Ph: +880 1776284601 (Mr.Bashir)
COX’S BAZAAR OFFICE:
Ph: +880 1779181872 (Mr.Bahadur)
Ph: +880 1944797528 (Mr.Sayed Hussain)
Ph: +880 1820248205 (Mr.Sohel)
ওপেন ডেক ৮৫০ টাকা।
ব্রিজ ডেক ৯০০ টাকা।