The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

ভ্রমণ: ঘুরে আসুন রাঙ্গামাটির পলওয়েল পার্ক

রাঙ্গামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে কাপ্তাই লেকের ঠিক কোল ঘেঁসে তৈরি করা হযেছে পলওয়েল পার্ক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘুরতে যাওয়ার জন্য রাঙ্গামাটি একটি ভালো একটি জায়গা সেটি নির্দিধায় বলা যায়। তাই ঘুরতে গেলে ঘুরে আসুন রাঙ্গামাটির পলওয়েল পার্ক। সেখানে থাকা খাওয়া সহ সব ব্যবস্থা রয়েছে।

ভ্রমণ: ঘুরে আসুন রাঙ্গামাটির পলওয়েল পার্ক 1

রাঙ্গামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে কাপ্তাই লেকের ঠিক কোল ঘেঁসে তৈরি করা হযেছে পলওয়েল পার্ক। সৃজনশীলতার ছোঁয়ায় রাঙ্গামাটির অন্যতম সেরা বিনোদন কেন্দ্র হিসাবে স্থান করে নিয়েছে এই পলওয়েল পার্কটি। বৈচিত্রময় ল্যান্ডস্কেপ, অভিনব নির্মাণশৈলী ও নান্দ্যনিক বসার স্থান পার্কটিকে দিয়েছে ভিন্ন ধরনের এক মাত্রা। নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে এবং চিত্ত বিনোদনের জন্য প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে উঠে পলওয়েল পার্ক।

এখানে রয়েছে নানা বিনোদনের মাধ্যম। যেমন মেরি গো রাউন্ড, হানি সুইং, মিনি ট্রেন, প্যাডেল বোট ইত্যাদি। বিভিন্ন আকর্ষণীয় রাইড ছাড়াও পলওয়েল পার্কে আরও রয়েছে ভুতুড়ে পাহাড়ের গুহা, পাহাড়ী কৃত্রিম ঝর্ণা এবং কলসি ঝর্ণা, ক্রোকোডাইল ব্রিজ, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি শিল্প, হিলভিউ পয়েন্ট, লেকভিউ পয়েন্ট, লাভ লক পয়েন্ট, মিনি চিড়িয়াখানা, ফিশিং পিয়ার, এক্যুরিয়াম, ক্যাফেটেরিয়া, সুইমিংপুল, কার পার্কিং ও পলওয়েল কটেজ। এছাড়াও এখানে পিকনিক সহ বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান আয়োজনের সুযোগও রয়েছে।

প্রবেশ ফি ও অন্যান্য খরচ

পলওয়েল পার্কে প্রবেশ ফি জনপ্রতি ৩০ টাকা, বিভিন্ন রাইডের ফি ৩০ হতে ৪০ টাকা এবং সুইমিংপুলের প্রবেশ ফি ২০০ টাকা। পলওয়েল পার্কের কটেজ ভাড়া নিতে খরচ করতে হয় ৮০০০ টাকা। তবে বছরজুড়ে এখানে কটেজ বুকিংয়ে বিভিন্ন হারে ডিসকাউন্ট সুবিধাও পাওয়া যাবে। কটেজ বুকিংয়ের সঙ্গে রয়েছে সকালে নাস্তা, ফ্রি সুইমিংপুল ব্যবহারের সুবিধা, ফ্রি এন্ট্রি, কার পার্কিং, ফ্রি ওয়াইফাই ও ২৪ ঘন্টার নিরাপত্তা ব্যবস্থা।

যোগাযোগ করুন : ডিসি বাংলো রোড, রাঙ্গামাটি
মোবাইল : 01837-335595
ফেইসবুক : www.fb.com/PolwelPark

যাবেন কিভাবে

ঢাকার ফকিরাপুল মোড় এবং সায়দাবাদে রাঙ্গামাটিগামী বিভিন্ন বাস কাউন্টার রয়েছে। ঢাকা টু রাঙ্গামাটি শ্যামলীর এসি বাসের প্রতি সীট ভাড়া ৯০০ টাকা, বিআরটিসি এসি বাসের ভাড়া ৭০০ টাকা। অন্যান্য নন-এসি বাসের ভাড়া ৬০০ হতে ৭০০ টাকা।

এছাড়াও চট্টগ্রাম শহরের অক্সিজেন মোড় হতে রাঙ্গামাটিগামী বিভিন্ন পরিবহণের বাস পাওয়া যায়। ১৫০ টাকার মধ্যে চট্টগ্রাম হতে রাঙ্গামাটি ডাইরেক্ট বাসও পেয়ে যাবেন।

রাঙ্গামাটির রিজার্ভ বাজার হতে মাত্র ১.৫ কিলোমিটার দূরে ডিসি বাংলো রোডে অবস্থিত পলওয়েল পার্কে যেতে ৫০ টাকা সিএনজি ভাড়া দিতে হবে। বনরূপা হতে যেতে সিএনজি ভাড়া লাগবে ১০০ টাকা।

রাঙ্গামাটির কোথায় থাকবেন

রাত্রিযাপনের জন্য পলওয়েল পার্কে রয়েছে কটেজ সুবিধাও। যদি অন্য কোথাও থাকতে চান তাহলে রাঙ্গামাটি শহরের পুরাতন বাসস্ট্যন্ড ও রিজার্ভ বাজার এলাকায় বেশকিছু বিভিন্ন মানের আবাসিক হোটেল পাবেন। রাঙ্গামাটির আবাসিক হোটেলের মধ্যে হোটেল গ্রিন ক্যাসেল, পর্যটন মোটেল, রংধনু গেস্ট হাউজ, হোটেল সুফিয়া, হোটেল আল-মোবা ইত্যাদি উল্লেখযোগ্য আবাসিক হোটেল।

কোথায় খাবেন

পলওয়েল পার্কে ক্যাফে ও রেস্টুরেন্টের ব্যবস্থাও রয়েছে। এছাড়াও রাঙ্গামাটিতে বিভিন্ন মানের খাবারের হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে। সাধ্যের মধ্যে মিলিয়ে যেকোন রেস্টুরেন্টে প্রতিবেলার খাবারের সঙ্গে সঙ্গে স্থানীয় বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারও চেখে দেখতে পারেন ইচ্ছে করলে।

রাঙ্গামাটির অন্যান্য দর্শনীয় স্থান

রাঙ্গামাটি জেলায় অবস্থিত অন্য যে সমস্ত দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারেন সেগুলো হলো:

শুভলং ঝর্ণা
সাজেক ভ্যালি
কাপ্তাই লেক
উপজাতীয় জাদুঘর
ঝুম রেস্তোরা
টুকটুক ইকো ভিলেজ
চিৎমরম গ্রাম ও টাওয়ার
শেখ রাসেল এভিয়ারী এন্ড ইকো পার্ক
ঐতিহ্যবাহী চাকমা রাজবাড়ি
যমচুক
রাইক্ষ্যং পুকুর
নির্বাণপুর বন ভাবনা কেন্দ্র
রাজবন বিহার
পেদা টিং টিং
উপজাতীয় টেক্সটাইল মার্কেট
নৌ-বাহিনীর পিকনিক স্পট
রাজস্থলী ঝুলন্ত সেতু
ফুরমোন পাহাড়
আর্যপুর ধর্মোজ্জ্বল বনবিহার
ডলুছড়ি জেতবন বিহার
বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র
কাট্টলী বিল ও ন-কাবা ছড়া ঝর্না।

তথ্যসূত্র: https://vromonguide.com

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali