দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হোয়াটসঅ্যাপে আসতে চলেছে নতুন এক পেমেন্ট সিস্টেম। তবে এই নতুন ফিচার যোগ করতে হলে একটু সাবধান হতে হবে। বলা হয়েছে যে, প্রথমে হোম স্ক্রিনে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। সেখান থেকে স্ক্রিনের উপরে ডানদিকের তিনটি ডটে ক্লিক করতে হবে। তারপর সেখান থেকেই পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে।
হোয়াটসঅ্যাপে আসতে চলেছে নতুন এক পেমেন্ট সিস্টেম। তবে এই নতুন ফিচার যোগ করতে হলে একটু সাবধান হতে হবে। বলা হয়েছে যে, প্রথমে হোম স্ক্রিনে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। সেখান থেকে স্ক্রিনের উপরে ডানদিকের তিনটি ডটে ক্লিক করতে হবে। তারপর সেখান থেকেই পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে।
এরপর অ্যাড পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে। তারপর সেখান থেকে আপনাকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। তার পরই এই ফিচারটি চালু হবে।
জানা গেছে, চূড়ান্ত পর্যায়ে নিজের ব্যাংক সিলেক্ট করলেই করা যাবে লেনদেন। তাছাড়াও নিজেদের ফোন নম্বরও দিতে হবে। তবে যে নম্বরটি হোয়াটসঅ্যাপে রয়েছে মনে করে ঠিক সেই নম্বরটিই দিতে হবে। সেটি যাচাই করার পর তবেই খোলা যাবে এই অ্যাকাউন্ট। সেই সঙ্গে চ্যাটও করা যাবে।