দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টলিউড পাড়ার বেশ কিছু সিনেমায় অভিনয় করে হঠাৎ আলোচনায় উঠে আসেন কোলকাতার অভিনেত্রী ঋত্বিকা সেন। কোলকাতার ঋত্বিকা এবার অভিনয় করছেন বাংলাদেশী সিনেমায়। ঋত্বিকা সেন অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘হান্ডেড পার্সেন্ট লাভ’, ‘চ্যালেঞ্জ টু’, ‘বরবাদ’, ‘আরশিনগর’, ‘রাজা রানী রাজী’ এবং ‘শাহজাহান রিজেন্সী’।
টলিউড পাড়ার বেশ কিছু সিনেমায় অভিনয় করে হঠাৎ আলোচনায় উঠে আসেন কোলকাতার অভিনেত্রী ঋত্বিকা সেন। কোলকাতার ঋত্বিকা এবার অভিনয় করছেন বাংলাদেশী সিনেমায়। ঋত্বিকা সেন অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘হান্ডেড পার্সেন্ট লাভ’, ‘চ্যালেঞ্জ টু’, ‘বরবাদ’, ‘আরশিনগর’, ‘রাজা রানী রাজী’ এবং ‘শাহজাহান রিজেন্সী’।
এবার ঋত্বিকা সেনকে বাংলাদেশের সিনেমায় দর্শকরা দেখতে পাবেন। বিগ বাজেটের এই ছবির নাম ‘গ্যাংস্টার’। ঋত্বিকা এই সিনেমা বিষয়ে মুঠোফোনে সংবাদ মাধ্যমকে বলেন, চলতি মাসে আমার ঢাকায় যাওয়ার কথা ছিল। এই সিনেমার কাজের শিডিউল কিছুটা পেছানোর কারণে ব্যাংককে আমরা ছবির একটি গানের শুটিং আগেই করবো। তারপর ঢাকায় ছবির মূল গল্পের কাজ শুরু হবে।
তিনি আরও বলেন, ‘গ্যাংস্টার’ সিনেমার গল্পটি আমার বেশ ভালো লেগেছে আমার। ঢাকার বড়লোক বাড়ির কলেজ পড়ুয়া মেয়ের চরিত্রে আমি কাজ করবো। এর বেশি কিছু বর্তমানে বলতে চাই না। এই ছবিটি পরিচালনা করবেন শাহীন সুমন। কাজটি নিয়ে আমি খুব আশাবাদী।
এই চলচ্চিত্র সম্পর্কে পরিচালক শাহীন সুমন বলেছেন, ব্যাংককে এই সিনেমার গানের দৃশ্য ধারণের পর আগামী মাসে ছবির টানা শুটিং হবে ঢাকাতে। এই সিনেমায় পপি, আনিসুর রহমান মিলনও অভিনয় করবেন। এ ছাড়াও ঋত্বিকা সেনের বিপরীতে অভিনয় করবেন শান্ত খান।
উল্লেখ্য যে, ঋত্বিকা সেন ইতিপূর্বে ২০১৭ সালে ঢাকায় ‘গাদ্দার’ নামে যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেন। তবে ছবিটি এখনও মুক্তির মুখ দেখেনি।