দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগামী ২০২১ সাল নাগাদ অ্যাপলের তৃতীয় বৃহৎ ব্যবসায় পরিণত হবে এয়ারপডস। বর্তমানে ওই তালিকার প্রথমেই রয়েছে আইফোন এবং দ্বিতীয়তে রয়েছে আইপ্যাড। এবার স্বল্পমূল্যে ‘এয়ারপডস প্রো’ আনছে অ্যাপল।
ধারণা করা হচ্ছে যে, বৈশ্বিক তারবিহীন হিয়ারএবল পণ্যের বিশ্ববাজার ২৩ কোটি ইউনিটে গিয়ে ঠেকবে ২০২০ সাল নাগাদ। এয়ারপডস প্রো-এর জোরে চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বাজার ঘুরিয়েও দিতে পারে অ্যাপল।
সেই ধারাবাহিকতায় সাশ্রয়ী মূল্যের ‘এয়ারপডস প্রো’ নিয়ে আসছে অ্যাপল। একাধিক প্রযুক্তিবিষয়ক সাইটের প্রতিবেদন অন্তত তেমনটিই বলছে। সাশ্রয়ী মূল্যের নতুন এয়ারপডসটির নাম দেওয়া হবে, ‘এয়ারপডস প্রো লাইট’।
নতুন মডেলটিতে ‘সিস্টেম-ইন-প্যাকেজ’ প্রযুক্তির সংহত চিপ থাকবে বলেও জানা গেছে। বাজারে বর্তমানে এয়ারপডস ২ বিক্রি হচ্ছে ১৫৯ ডলারে, অপরদিকে উচ্চ মানের প্রো বিক্রি হচ্ছে ২৪৯ ডলারে। নতুন সাশ্রয়ী মূ্ল্যের এয়ারপডসটির দাম পড়বে ১৫৯ ও ২৪৯ ডলারের মাঝামাঝি- এমনটিই উল্লেখ করা হয়েছে ডিজিটাইমসের এক প্রতিবেদনে।
বার্নস্টাইন বিশ্লেষক টনি সাকোনাগি’র দেওয়া তথ্য মতে, ২০১৯ সালে সবমিলিয়ে ৬শ’ কোটি ডলারের এয়ারপডস বিক্রি করেছে অ্যাপল। ২০২০ সালে শুধু তারবিহীন ‘হিয়ারএবল’ পণ্য হতে এক হাজার পাঁচশ’ কোটি ডলার মুনাফার আশা রেখেছে এই প্রতিষ্ঠানটি। অনুমান করা হচ্ছে যে, আগামী বছরে ৮ কোটি ৫০ লাখ হেডফোন বিক্রি করতে পারে এই প্রতিষ্ঠানটি।
This post was last modified on ফেব্রুয়ারী ২৫, ২০২০ 11:55 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…