দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মারণব্যধি করোনার ছোবল যেনো থামছেই না। যতো দিন গড়াচ্ছে ততোই আক্রান্ত দেশের সংখ্যাও বাড়ছে। এবার করোনায় আক্রান্ত হলেন নিউইয়র্কে নারী স্বাস্থ্যকর্মী।
সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, নিউইয়র্ক নগরীর ম্যানহাটনে ১ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত একজন নারীর সন্ধান পাওয়া গেছে। ওই আঙ্গরাজ্যে এটিই প্রথম করোনা ভাইরাসে আক্রান্তের ঘটনা। গভর্নর এন্ড্রো কোমোর অফিস হতে সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আক্রান্ত নারীর বয়স হলো ৩৯ বছর। একজন স্বাস্থ্যকর্মী তিনি, তিনি ইরানে কর্মরত ছিলেন। সেখান থেকেই ফিরেছেন গত মঙ্গলবার। তার স্বামীও তার সফরসঙ্গী ছিলেন এবং তাকেও আইসোলেটেডে রাখা হয়েছে। তারা দু’জনেই পরিস্থিতি সম্পর্কে অবহিত রয়েছেন বলেও নিউইয়র্ক গভর্নর জানিয়েছেন।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর এন্ড্রু কোমো এক বিবৃতিতে জানিয়েছেন যে, করোনায় উদ্বিগ্ন হওয়ার কোনো কিছু নেই। আমরা পরিস্থিতি গুরুত্বের সঙ্গেই নিয়ন্ত্রণ করছি। এই বিষয়ে নতুন কোনো তথ্য পেলে দ্রুত জনগণকে তা অবহিত করা হবে।
এন্ড্রু কোমো বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত এই নারীকে তার ঘরে আইসোলেটেড করে রাখা হয়েছে। তিনি শ্বাসকষ্টে ভুগছেন, তবে তেমন একটা গুরুতর নয়। নিউইয়র্কে পৌছার পর থেকে তাকে একটি নিয়ন্ত্রিত পরিস্থিতির ভেতরেই রাখা হয়েছে।
এন্ড্রু কোমো আরও বলেন, এটি প্রত্যাশিত ছিল না। আমি প্রথম থেকেই বলছিলাম বিশ্ব পরিস্থিতি আসলে যেভাবে যাচ্ছিল, নিউইয়র্কে করোনা ভাইরাসের পজিটিভ কিছু পাওয়া যাবে সেটিই আমাদের আশা ছিলো।
গভর্নর কোমো দেশটির জনগণকে উদ্বিগ্ন না হয়ে আশা প্রকাশ করে বলেছেন যে, পরিস্থিতি আশাব্যঞ্জক এটি নিশ্চিত। তাছাড়া নিউইয়র্ক নগরীর রয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত চিকিৎসাব্যবস্থা।
উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রাণঘাতী এই করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এ পর্যন্ত বিশ্বের ৬০টি দেশে এই ভাইরাসটি ছড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের বিস্তারের ঘটনায় বৈশ্বিক স্বাস্থ্যের জন্য জরুরি অবস্থাও জারি করেছেন এবং মহামারির শঙ্কা প্রকাশ করেছেন।
চীনে ২ হাজার ৯১২ জনের প্রাণ কেড়ে নেওয়া এই করোনা ভাইরাস এখন বিশ্বের অর্ধ-শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৭৮৮ জন মানুষ। এরমধ্যে শুধুমাত্র চীনেই আক্রান্ত হয়েছেন ৮০ হাজারের উপরে। চীনের বাইরে ৭ মহাদেশে ছড়িয়ে পড়া এই ভাইরাসে প্রাণ দিয়েছে অন্তত ১৩৬ জন।
This post was last modified on মার্চ ৩, ২০২০ 10:01 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন বি১২ শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। তাই এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (সোমবার) আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা সিনেমার কিংবদন্তী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত ৩ দিনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিডিও ভাইরাল করতে গিয়ে এক যুবক দেশলাই জ্বালিয়ে পেট্রোলের উপর…