The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

সেন্সর ছাড়পত্র পেলো চলচ্চিত্র বিশ্বসুন্দরী

সিয়াম আহমেদ এবং পরীমনি অভিনীত ছবি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’ ছাড়পত্র পেয়েছে। বিনা কর্তনে মুক্তির অনুমতি পেয়েছে সিয়াম আহমেদ এবং পরীমনি অভিনীত এই ছবিটি।

সেন্সর ছাড়পত্র পেলো চলচ্চিত্র বিশ্বসুন্দরী 1

চলচ্চিত্র সেন্সর বোর্ডের একাধিক সদস্য এই তথ্যটি নিশ্চিত করেছেন। সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবির জানিয়েছেন, বৃহস্পতিবার সেন্সর বোর্ডের সকলেই সিনেমাটি দেখেছি। ছবিটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। বিশ্বসুন্দরী’ সিনেমাটি প্রশংসার দাবি রাখে, কারণ হলো এর গল্প ও নির্মাণ সব কিছুই পরিপূর্ণ মনে হয়েছে আমার কাছে।

শুটিং-এর শুরু হতেই আলোচনায় ছিল এই চলচ্চিত্রটি। বিশেষ করে গত বছর এই ছবির ‘তুই কি আমার হবি রে’ গানটি ইউটিউবে অবমুক্তির পর আরও বেশি আলোচনায় উঠে আসে ছবিটি।

এই ছবিতে সিয়াম-পরীমনি ছাড়াও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, হীরা, আনন্দ খালেদ, মনিরা মিঠুসহ অনেকেই। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।

চিত্রনায়ক সিয়াম ও পরীমনি দু’জনই এই চলচ্চিত্রটি নিয়ে বেশ আশাবাদী। মুক্তির তারিখ নির্ধারণ না হলেও খুব শীঘ্রই ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...