The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

শাকিবের নতুন সিনেমা আসছে বৈশাখে

এই সিনেমাটি ‘একটু প্রেম দরকার’ নামে নির্মাণ করা হয়েছিলো। তারপর চলচ্চিত্রটির নাম পরিবর্তন করা হয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নাটকীয়তার পর শুক্রবার মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘শাহেনশাহ’ চলচ্চিত্রটি। ছবিটি মুক্তির একদিন পরেই আলোচনা শুরু হয়েছে আসছে ১লা বৈশাখেও মুক্তি পাবে শাকিব অভিনীত একই প্রতিষ্ঠানের আরেকটি সিনেমা ‘বিদ্রোহী’।

শাকিবের নতুন সিনেমা আসছে বৈশাখে 1

এই সিনেমাটি ‘একটু প্রেম দরকার’ নামে নির্মাণ করা হয়েছিলো। তারপর চলচ্চিত্রটির নাম পরিবর্তন করা হয়। শাহীন সুমন পরিচালিত ছবিটিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন শবনম বুবলি এবং নবাগত মৃদুলা।

‘বিদ্রোহী’ সিনেমায় শাকিব খান, শবনম বুবলি, মুদুলা ছাড়াও আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, ডন, শিবা সানু, সাবেরী আলমসহ অনেকেই।

জানা যায়, ৫ মার্চ ছবিটি সেন্সরে জমা দেওয়ার হয়েছে। সেন্সর বোর্ড সূত্রে জানা যায় যে, চলতি সপ্তাহে ছবিটি বোর্ডের লোকজন দেখে ছাড়পত্রের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

ছবিটির নির্মাতা প্রতিষ্ঠানের এক ঘনিষ্ঠসূত্রে জানা যায়, ছবিটি সেন্সর ছাড়পত্র পেলেই ১লা বৈশাখে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতা প্রতিষ্ঠানের।

এই বিষয়ে শাপলা মিডিয়ার চেয়ারম্যান সেলিম খান বলেছেন, ‘শাহেনশাহ’ মুক্তি দেওয়ার মাত্র কদিন পার হলো। এখন নতুন ছবি মুক্তির ব্যাপারে কিছুই ভাবছি না। তবে হ্যাঁ, ‘বিদ্রোহী’ কোনো উৎসবে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। আগামী ১৭ মার্চ শাপলা মিডিয়ার অফিসে সংবাদ সংম্মেলনের মাধ্যমে ‘বিদ্রোহী’ মুক্তির বিষয়ে জানানো হবে বলে জানানো হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...