Categories: সাধারণ

আপনার ঘুমানোর ভঙ্গি আপনার সম্পর্কে অনেক কিছুই বলে দিবে

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক॥ আপনি কি অবস্থায় ঘুমান কিংবা আপনার ঘুমের ভঙ্গি বলে দিবে আপনার ব্যক্তিত্ব কেমন! আশ্চর্য হচ্ছেন? ঘুমের মধ্যে মানুষের স্বাভাবিক চেতনা না থাকলেও অবচেতনে মানুষ তার নিজের ব্যক্তিত্বকেই ফুটিয়ে তোলে, আর তা সে প্রকাশ করে তার বিভিন্ন ঘুমানোর ভঙ্গি দিয়ে সম্প্রতি বিজ্ঞানীরা এমনটাই দাবি করছেন।


আপনি যখন জেগে থাকেন তখন আপনার চলাফেরা আপনার আবেগ অথবা ব্যক্তিত্ব তুলে ধরে, ঠিক একই ভাবে আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন আপনার ঘুমের ভঙ্গিমা বলে দিবে আপনার ব্যক্তিত্ব কেমন! সম্প্রতি এরকম তথ্য দিয়েছেন সাউথ অস্টেলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মার্ক কোহলার।

ব্রিটিশ এক ঘুম বিষয়ক গবেষণায় দেখা যায় বেশীরভাগ মানুষ একপাশ হয়ে ঘুমান অথবা মায়ের পেটে থাকা অবস্থায় ভ্রূণিয় ভঙ্গিমায় ঘুমান। দুঃশ্চিন্তাগ্রস্ত ব্যক্তিরা সাধারণত এই ভঙ্গিতে ঘুমায়। মায়ের পেটের মধ্যে থাকা ভ্রুণ শিশু যেভাবে হাত পা ভাঁজ করে থাকে, এধরণের ঘুম ঠিক তেমন।

এদিকে মার্ক কোহলারের গবেষণায় দেখা যায় যেসব মানুষ একপাশ হয়ে ঘুমান তারা অনেকটা হিসেবে ও সঠিক জীবনযাত্রার অধিকারী।

Related Post

অপরদিকে যারা বুক উঁচু করে (রাজকীয় ভঙ্গিমায়) ঘুমান তারা ব্যক্তি জীবনে আত্মনির্ভরশীল থাকেন। এ ধরনের ঘুম দৃঢ় ব্যক্তিত্বের মানুষরা ঘুমিয়ে থাকে। এ ধরনের ব্যক্তিরা সাধারণত হাত-পাগুলো শরীর বরাবর সোজা করে রেখে যে কোনো দিকে একপাশ হয়ে ঘুমিয়ে থাকে। এরা সহজেই ঘুমিয়ে পড়ে, আবার অল্প শোরগোলেই জেগে ওঠে।

আবার যেসব মানুষ তাঁদের পেট নিচের দিকে দিয়ে ক্যাঁৎ হয়ে ঘুমান তারা ব্যক্তি জীবনে অনেক হতাশ থাকেন। এবং এধরনের মানুষের আত্মবিশ্বাসও কম। এরা সাধারণত অনেকটা উপড় হয়ে ঘুমিয়ে থাকে। এ ধরনের লোকেরা তাদের নিজের জীবনের ওপর অল্পই নিয়ন্ত্রণ রাখতে পারে।

এদিকে নিউজ ডট কমের ঘুম বিষয়ক এ গবেষণা প্রতিবেদনে স্বামী-স্ত্রী দের ঘুমানোর অবস্থান নিয়েও ডক্টর মার্ক কোহলার, এলান ও বারবারা পিয়াস বিশেষ বর্ণনা দিয়েছেন। স্বামী স্ত্রীরা যেসব ভঙ্গিমায় ঘুমান সে বিষয়ে এ প্রতিবেদনে বলা হয়ঃ

চামুচের মত ঘুমঃ এ রকম ঘুমের ক্ষেত্রে স্বামী ও স্ত্রী এমন ভঙ্গিমায় ঘুমান তাঁদের দুজনকে চামচের মত দেখায়। পুরুষ সাধারণত তার স্ত্রীর বাইরের দিকে চামচ আকৃতিতে ঘুমান স্ত্রী ভেতরের দিকে। এটা অনেকটা স্বামী স্ত্রীর প্রাকৃতিক ঘুমানোর নিয়ম।

কোমর জড়িয়ে ঘুমঃ এক্ষেত্রে স্বামী স্ত্রী একে অপরের কোমর জড়িয়ে ঘুমান, তাঁদের এমন ঘুমের ভঙ্গি বলে দেয় তারা কতোটা কাছা কাছি আছেন। এক্ষেত্রে এজাতীয় ঘুমের ভঙ্গি বলে স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক দুর্দান্ত এবং তারা একে অপরের সংস্পর্শ উপভোগ করছেন।

দূরত্ব বজায় রেখে ঘুমঃ অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রী একে অপরের থেকে দূরত্ব বজায় রেখে ঘুমাতে পছন্দ করেন। এক্ষেত্রে দুই রকম ভাবা যায় হয় স্বামী স্ত্রীর মাঝে কোনরূপ দূরত্ব তৈরি হয়েছে অথবা তারা দূরত্ব রেখে ঘুমাতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তবে বেশীরভাগ ক্ষেত্রেই এধরণের ঘুম স্বামী স্ত্রীর মাঝে দূরত্বই প্রকাশ পায়।

পায়ে পা লাগিয়ে ঘুমঃ যখন স্বামী স্ত্রী একে অপরের পায়ের সাথে পা লাগিয়ে ঘুমায় সে ক্ষেত্রে বুঝতে হবে তাঁদের মাঝে সম্পর্ক অত্যন্ত মধুর, তারা একে অপরকে পায়ে পা জড়িয়ে ঘুমাচ্ছেন এবং বুজাচ্ছেন তারা একে অপরকে অনেক ভালোবাসেন।

This post was last modified on জুলাই ২০, ২০১৫ 7:48 পূর্বাহ্ন

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

নাখোশ ইউরোপ: যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশল নিয়ে খুশি রাশিয়া

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে…

% দিন আগে

কানাডায় বরফের নিচে আয়োজন হলো পার্টি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার কুইবেকে কিছু তরুণ বরফে জমে যাওয়া হ্রদের নিচে ডুব…

% দিন আগে

বরফে আচ্ছাদিত রাস্তা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২…

% দিন আগে

শীতে ঠোঁট ফাটা হতে রক্ষা পেতে করণীয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…

% দিন আগে

নাসার রোভার মঙ্গল গ্রহে বজ্রপাতের সম্ভাব্য শব্দ ধারণ করলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিচালিত পারসিভিয়ারেন্স রোভার সম্প্রতি…

% দিন আগে

স্বাস্থ্য সচেতন হতে হলে আপনাকে অবশ্যই পেয়ারা খেতে হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বাস্থ্য সচেতন জীবনের অন্যতম শর্ত হলো সঠিক খাবার বেছে নেওয়া।…

% দিন আগে