দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে করোনা ভাইরাসের (Coronavirus) পরীক্ষামূলক প্রয়োগ শুরু হচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে।
গতকাল (সোমবার) থেকেই মারণ-ভাইরাসের ওষুধ (ভ্যাকসিন)-এর ট্রায়াল-প্রক্রিয়া শুরু করেছে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এই ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (NIH)-এর তরফ হতে এই পরীক্ষা শুরু করা হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই করোনা-আক্রান্ত এক রোগীর শরীরে পরীক্ষামূলকভাবে ওষুধ (Vaccine of Coronavirus) ব্যবহার করেছেন চিকিৎসকরা।
সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে ৪৫ জন রোগীর উপর এই ওষুধটি প্রয়োগ করা হবে। তারপর রোগীর শরীরের পরিবর্তন এবং ওষুধের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে কিনা তা খতিয়ে দেখার পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে সংবাদটিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য যে, পরীক্ষামূলক ওষুধে একাধিক করোনা-রোগী সুস্থ হয়েছেন বলে বেশ কিছু মার্কিন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
শুধু আমেরিকাই নয়, বিশ্বের বেশ কিছু দেশেই COVID-19 প্রতিরোধে কার্যকরি ভ্যাকসিন -এর উপর কাজ চলছে। ইতিমধ্যেই অনেকধাপ এগুনো গেছে বলেও সম্প্রতি জানিয়েছে ইজরায়েল।