দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মজার ওপর মজা অর্থাৎ ডাবল মজা। আর এই মজাটি হচ্ছে এবার সুপারম্যান ছবিতে যোগ দিচ্ছেন ব্যাটম্যান। মজার খবরটি পাওয়া গেছে অনলাইন সূত্রে।
সুপারম্যান আর ব্যাটম্যানের ছবি মানেই শুধুযে শিশু-কিশোর তা নয়, বড়রাও কম যায় না। বড়রাও পছন্দ করে সুপারম্যান ব্যাটম্যানের মতো ছবিগুলো। আর তাই বিশ্বজুড়া খ্যাতি অর্জন করে সুপারম্যান ও ব্যাটম্যান ছবি দুটি। কিন্তু এবার এই সুখ্যাতিটি আরও কাজে লাগাতে যাচ্ছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। তারা দুই চরিত্রকে এক ছবিতে এনে দর্শকদের মাতিয়ে তুলতে চান। মাঝে অনেকদিন সুপারম্যানের দেখা মেলেনি। আর তাই এই উদ্যোগ।
সুপারম্যান আবারও ফিরে আসছে। শুধু একাই নয়, সঙ্গে আরও এক সুপার হিরোকে নিয়ে। সম্প্রতি সুপারম্যানের সিরিজ ‘ম্যান অব স্টিল’-এর পরিচালক জ্যাক স্নিডার ঘোষণা দেন সুপারম্যানের নতুন সিক্যুয়ালের কথা।
এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে পরিচালক আরও জানান, সুপারম্যানের সঙ্গে এই ছবিতে পাওয়া যাবে ব্যাটম্যানকেও। গল্পের লেখনির কাজ এখনও চলছে। একে একে আরও বহু চমক দেখানো হবে দর্শকদের। তিনি আরও জানান, ২০১৫ সালের শুরুর দিকে সুপারম্যান ও ব্যাটম্যানের এই ছবিটি মুক্তি পাবে।
উল্লেখ্য, এই সিক্যুয়ালের মধ্য দিয়েই সুপারম্যান ও ব্যাটম্যান প্রথমবারের মতো একই চলচ্চিত্রে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন।
এখন দর্শকরা শুধুই মুক্তির প্রহর গুনবেন। এই নতুন আঙ্গিকের সুপারম্যান ও ব্যাটম্যান দর্শকদের কতখানি মাতাতে পারেন- তা সময়ই বলে দেবে।