দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাজীপুরে ঘরে চিকিৎসা নিয়ে ছেলেসহ একজন সাংবাদিক প্রাণঘাতি করোনাকে জয় করেছেন। এই সাংবাদিক হলেন- ইকবাল আহমদ সরকার এবং তার ছেলে আবদুল্লাহ আল রাফি। তিনি বেসরকারি টিভি চ্যানেল ৭১-এর সাংবাদিক।
এই বিষয়ে ইকবাল আহমদ সরকার জানিয়েছেন, একমাত্র ছেলে আবদুল্লাহ আল রাফিসহ তার নমুনা দ্বিতীয়বার গত সোমবার ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়। বুধবার সকালে ওই নমুনায় করোনা ভাইরাস (কোভিড-১৯) নেগেটিভ আসে।
জেলার সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ইতিপূর্বে গাজীপুরের ৭১ টিভির সাংবাদিক ইকবাল আহমদ সরকারের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে ১৪ এপ্রিল তা করোনা পজিটিভ শনাক্ত হয়।
এরপরে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা শুরু করেন। এর পরের দিন ওই বাসার সবার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এই সময় তার কলেজছাত্র ছেলের নমুনায় করোনা পজিটিভ আসে এবং অন্যদের আসে নেগেটিভ।
দুই সপ্তাহ অর্থাৎ ১৪ দিন চিকিৎসা শেষে সোমবার আবার তাদের নমুনা ঢাকায় পাঠানো হয়। বুধবার সবার নমুনার রিপোর্টই নেগেটিভ আসে।
সিভিল সার্জন মো. খায়রুজ্জামান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “সাংবাদিক ইকবাল সরকার ও তার ছেলে এখন আল্লাহর রহমতে করোনা ভাইরাস মুক্ত।”
উল্লেখ্য, গাজীপুরে গত মঙ্গলবার পর্যন্ত ৩৩১ জনের কোভিড-১৯ শনাক্ত হয়।
তথ্যসূত্র: http://www.newsbangladesh.com
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।