দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বে প্রাণঘাতি করোনা ভাইরাস পরিস্থিতি দিনদিন আরও যেনো ভয়াবহ আকার ধারণ করছে। পুরনো সব রেকর্ড ভেঙ্গে প্রথমবারের মতো একদিনে দুই লক্ষাধিক নতুন রোগী শনাক্ত হয়েছে।
জানা গেছে, নতুন রোগীদের মধ্যে বেশিরভাগই শনাক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে যে, বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ২ লাখ ১২ হাজার ৩২৬ জন মানুষ। ইতিপূর্বে একদিনে সর্বোচ্চ ১ লাখ ৮৯ হাজার রোগী শনাক্তের রেকর্ড হয় গত মঙ্গলবার।
ডব্লিউএইচও’র প্রতিবেদনে দেখা গেছে যে, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৩০ হাজারের বেশি নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে শুধুমাত্র আমেরিকা মহাদেশে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকোর মতো দেশগুলোয়। এছাড়াও ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে শনাক্ত হয়েছে প্রায় ২৮ হাজার রোগি।
জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে দেখা যায়, বিশ্বজুড়ে এই পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১২ লাখ ৮১ হাজার ২৬৫ জন। আর মারা গেছেন ৫ লাখ ৩১ হাজার ৬৯ জন। অপরদিকে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন অন্তত ৬০ লাখ ৭০ হাজার মানুষ।
বিশ্বের মধ্যে করোনায় সবচেয়ে বেশি ভুগছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন অন্তত ২৮ লাখ ৩৯ হাজার এবং মারা গেছেন ১ লাখ ২৯ হাজারের বেশি।
তার পরেই রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িযেছে ১৫ লাখ ৭৭ হাজার ৪ জন। এই দেশটিতে মারা গেছেন ৬৪ হাজার ২৬৫ জন। অপরদিকে রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৮০ হাজার ২৮৩ জন, আর মারা গেছেন অন্তত ১০ হাজার মানুষ।
ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ১৬৫ জন। দেশটিতে মারা গেছে ১৯ হাজার ২৬৮ জন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।