The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

এফডিসি ভেঙ্গে তৈরি হচ্ছে বাণিজ্যিক ভবন

এফডিসির মূল কার্যালয়ের পাশাপাশি এই ভবনে নতুনভাবে নির্মিত হবে শপিং মল, সুইমিংপুল, ব্যায়ামাগার এবং মাল্টিপ্লেক্স

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) একাংশ ভেঙ্গে সেখানে নির্মিত হবে বহুতল বাণিজ্যিক ভবন। ইতিমধ্যেই ভাঙ্গার কাজও শুরু হয়েছে।

এফডিসি ভেঙ্গে তৈরি হচ্ছে বাণিজ্যিক ভবন 1

জানা গেছে, এফডিসির মূল কার্যালয়ের পাশাপাশি এই ভবনে নতুনভাবে নির্মিত হবে শপিং মল, সুইমিংপুল, ব্যায়ামাগার এবং মাল্টিপ্লেক্স।

বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের উদ্দেশ্যে গত ৫ জুলাই হতে এফডিসির ৩ ও ৪ নম্বর ফ্লোর দুটি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন বিএফডিসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও যুগ্ম সচিব নুজহাত ইয়াসমিন।

বিএফডিসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও যুগ্ম সচিব নুজহাত ইয়াসমিন বলেন, ‘এখানে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের পরিকল্পনা বহু পূর্বের। সে কারণে ৩ ও ৪ নম্বর ফ্লোরটি ভাঙা হচ্ছে। সেই অংশসহ সরকারি বর্ধিত স্থানে নতুন ভবনটি নির্মাণ করা হবে।’

জানা যায়, এফডিসির পূর্ব পাশের জায়গাজুড়েই এটি নির্মিত হবে। পূর্ব পাশের চলচ্চিত্র সমিতিগুলোর অফিস, ল্যাব ও ৫টি পুরোনো ফ্লোর সব ঠিকই থাকবে। তবে নির্মাণাধীন ভবনেও দুটি ফ্লোর শুটিংয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে বলে জানা গেছে।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...