দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চাঁদে বাড়ি বানানোর স্বপ্ন এবার সত্যি হতে চলেছে! ভারতের গবেষকরা তেমন একটি স্বপ্নই দেখছেন। তারা বলেছেন, মানুষের মূত্র ও চাঁদের মাটি দিয়ে ইট তৈরি করে চাঁদের বুকে ঘর বানানো যাবে কম খরচে।
ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইন্সটিটিউট অব সায়েন্সের গবেষকরা এক বিবৃতিতে এই দাবি করেছেন।
বিবৃতিতে বলা হয় যে, চাঁদের মাটিতে বাসস্থান তৈরির কাঠামো একত্রিত করার জন্যই এই ইট ব্যবহার করা যাবে। প্রক্রিয়াটি মূত্র হতে ইউরিয়া ও চাঁদের মাটিকে নির্মাণের কাঁচামাল হিসাবেও ব্যবহার করবে।
তাছাড়াও বিজ্ঞানীরা দাবি করেছেন যে, ব্যাকটেরিয়ার মাধ্যমে চাঁদের মাটিতে ভারি কিছু নির্মাণ করা সম্ভব হবে। এদিকে এর পূর্বে ইউরোপীয় স্পেস এজেন্সি জানিয়েছিলো, চাঁদের মাটিতে কংক্রিট তৈরি করতে মানব মূত্র যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে।
সংস্থাটি আরও জানিয়েছে, যদি কখনও চাঁদে কংক্রিট বানানোর প্রয়োজন পড়ে সে ক্ষেত্রে তখন মানব মূত্র অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠবে।
ইউরোপীয় স্পেস এজেন্সির বিজ্ঞানীরা দাবি করেছেন, মানব মূত্রের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদানই হলো ইউরিয়া। আর তা দিয়েই সেখানকার মাটিতে বানানো সম্ভব কংক্রিট। জানা যায়, ভারতের বিজ্ঞানীরাও মানবমূত্র হতে পাওয়া ইউরিয়া ও চাঁদের মাটি ব্যবহার করে তৈরি করবে এমন ইট!
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।