দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাজনের সিইও জেফ বেজোসের সাবেক স্ত্রী সমাজসেবী ও লেখিকা ম্যাকেঞ্জি স্কট বর্তমানে বিশ্বের নাম্বার ওয়ান নারী ধনী হিসেবে পরিগণিত হচ্ছে।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে যে, ম্যাকেঞ্জি বর্তমানে ৬৮ বিলিয়ন ডলারের মালিক। ব্লমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের হিসাব অনুযায়ী, ল’রিয়েলের ফ্রাঙ্কোয়েজ বেটেনকোর্ট মায়ার্সকে এবার তিনি পেছনে ফেলেছেন।
বেজোসের সঙ্গে ২০১৯ সালে ছাড়াছাড়ির সময় আমাজনের এক চতুর্থাংশ শেয়ার পেয়ে যান ম্যাকেঞ্জি । ওই সময় তার সম্পদ এক লাফে অনেকগুণ বেড়ে যায়। নারী-পুরুষের সার্বিক তালিকায় ম্যাকেঞ্জির অবস্থান হলো ১২ নম্বরে।
ফোর্বসের তালিকা অনুযায়ী দেখা যায়, তিন দশক ধরে আমেরিকার শীর্ষ ধনীদের মধ্যে জেফ সবার পূর্বে দেড়শ বিলিয়ন ডলারের মালিক হয়ে গেছেন। বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স সাইট ‘আমাজন’র ১৬ শতাংশ মালিকানাই তার। ১৯৯৪ সালে সিয়াটলের একটি গ্যারেজে ‘আমাজন’র কাজ শুরু করেন এই ব্যবসায়ী।
যুক্তরাষ্ট্র ভিত্তিক ট্যাবলয়েড ন্যাশনাল এনকোয়ারার গত বছর জানিয়েছিল যে, বন্ধুর স্ত্রীর সঙ্গে প্রেমের কারণে বেজোস তার স্ত্রী ম্যাকেঞ্জিকে ডিভোর্স দিয়েছেন।
ম্যাকেঞ্জি বিবাহবিচ্ছেদ হতে যে ৩৭ বিলিয়ন ডলার বা ৩,৫০০ কোটি ডলারের সম্পদ পেয়েছেন, সেটির অর্ধেক আবার দানও করে দেন তিনি।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।