দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০১৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৩ আগস্ট শনিবার প্রকাশিত হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ২৮ জুলাই সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
এ বছর ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হয়। কিন্তু হরতাল-ধর্মঘটের কারণে পরীক্ষা শেষ হতে পারেনি নির্ধারিত সময়ে।
১০ লাখ ১২ হাজার ৫৮১ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে
এবছর আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসি, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল/বিএম (বিজনেজ ম্যানেজমেন্ট) ও ডিআইবিএসে মোট ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে এইচএসসিতে ৮ লাখ ২৩ হাজার ২৪১ জন, আলিমে ৮৮ হাজার ৭৭৯ জন, এইচএসসি বিএম/ভোকেশনালে ৯৫ হাজার ৯৫৬ জন এবং ডিআইবিএসে ৪ হাজার ৬০৫ জন পরীক্ষার্থী ছিল।
মোট পরীক্ষার্থীর মধ্যে ৫ লাখ ৩৫ হাজার ৬৬২ জন ছাত্র এবং ৪ লাখ ৭৬ হাজার ৯১৯ জন ছাত্রী।
উল্লেখ্য, এবছর ২ হাজার ২৮৮ কেন্দ্রে ৭ হাজার ৮০৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেয়। গতবারের চেয়ে এবার ২৪৭টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৯২টি পরীক্ষা কেন্দ্র বেড়েছে। দেশের বাইরে বিদেশের পাঁচটি কেন্দ্রে ১৬৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ১ এপ্রিল থেকে ২৮ মে পর্যন্ত তত্ত্বীয় এবং ১ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশের সার্বিক পরিস্থিতির কারণে তার বেশ ব্যত্যয় ঘটে।
ফলাফলের জন্য ভিজিট করুন ResultsBD.com