দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ করোনা ভাইরাস সংক্রমণের পর মানুষের জীবন যাত্রা পাল্টে গেছে। মানুষ ক্রমেই অভ্যস্ত হয়ে পড়ছেন নতুন এক জীবন যাত্রায়। এবার করোনা সংক্রমণ ঠেকাতে করোনা আক্রান্ত রোগীর সেবা দিবে রোবট!
করোনা ভাইরাস সংক্রমণের পর মানুষের জীবন যাত্রা পাল্টে গেছে। মানুষ ক্রমেই অভ্যস্ত হয়ে পড়ছেন নতুন এক জীবন যাত্রায়। এবার করোনা সংক্রমণ ঠেকাতে করোনা আক্রান্ত রোগীর সেবা দিবে রোবট! বিগত ৬ মাস যাবত করোনা ভাইরাসের কারণে প্রায় সব কিছুই বন্ধাবস্থায় রয়েছে। যদিও জীবন যাত্রা স্বাভাবিক রাখতে সরকার আস্তে আস্তে প্রায় সব কিছুই খুলে দিয়েছেন। কেবলমাত্র স্কুল-কলেজ ছাড়া বলা যায় সবকিছুই খুলে দেওয়া হয়েছে। যদিও এখনও করোনা সংক্রমণ সেইভাবে কমেনি। এখনও প্রতিদিন দেড় থেকে দুই হাজার মানুষ সংক্রমণ হচ্ছেন। মৃত্যুও ঘটছে প্রতিদিন ৩০/৪০ জনের।
করোনা সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যকর্মী বা চিকিৎসকের পরিবর্তে আক্রান্ত রোগীর সেবায় নিয়োজিত থাকবে এমন রোবট। এমনই এক রোবট তৈরি শেষে পর্যবেক্ষণে রেখেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) সাবেক শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানিয়েছেন, হাসপাতালের করোনা ওয়ার্ডে চূড়ান্ত অনুশীলন শেষে বাণিজ্যিক ভিত্তিতে রোবট তৈরির কাজও শুরু হবে। এটি করা গেলে স্বাস্থ্যকর্মী বা চিকিৎসকদের করোনা সংক্রমণ ঠেকাতে বেশ কাজে আসবে বলে আশা করা হচ্ছে। তথ্যসূত্র: চ্যানেল ২৪
দেখুন ভিডিওটি
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।