দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ করোনা মহামারির কারণে ৬ মাস বাসাবন্দি ছিলেন চিত্রনায়িকা মৌসুমী। ইতিমধ্যেই চলচ্চিত্রের প্রস্তাবও পেয়েছেন। তবে সিনেমা নয়, নাটক দিয়ে পর্দায় ফিরছেন এই জনপ্রিয় তারকা।
মৌসুমীর নতুন এই নাটকের নাম ‘ভক্ত’। কক্সবাজারে নাটকটির শুটিং শেষ হয়েছে ইতিমধ্যেই। নাটকটি সম্পর্কে মৌসুমী জানিয়েছেন, ২৬ সেপ্টেম্বর নাটকের কাজ শুরু হয়। এখানে তাকে দেখা যাবে একজন তারকার চরিত্রে। মির্জা রাকিবের রচনায় ‘ভক্ত’ নাটকটি পরিচালনা করছেন তারেক শিকদার।
নাটকটি সম্পর্কে নির্মাতা বলেন, ‘বেশিরভাগ কাজ হয়েছে কক্সবাজারের একটি পাঁচতারকা হোটেলেই। কিছু দৃশ্য থাকছে সমুদ্র সৈকতে। তারকাদের জন্য ভক্তরা নানা ধরনের কাণ্ড করে থাকেন। এমন একজন ভক্ত এবং তারকার গল্প নিয়েই নির্মিত হচ্ছে নাটকটি।’
এই নাটকে মৌসুমীর ভক্তের চরিত্রে অভিনয় করছেন কামাল খান। নাটকটিতে আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান।
জানা গেছে, একটি বেসরকারি টিভির জন্য এটি নির্মাণ করা হয়েছে।
অপরদিকে করোনার পূর্বে মৌসুমী মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘অর্জন ৭১’-এর কাজ করেছেন। এর কিছু কাজ এখনও বাকি রয়েছে। মির্জা সাখাওয়াৎ হোসেন পরিচালিত এই ছবিতে মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর অবদানকে তুলে ধরা হচ্ছে। এই চলচ্চিত্রে অন্যতম চরিত্রে অভিনয় করছেন মৌসুমী। ছবিতে আরও রয়েছেন শতাব্দী ওয়াদুদ।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।