দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কেও ভিক্ষায় টিকেট পেতে পারেন। আবার সেই টিকেটে টাকাও মিলে গেলো! সত্যিই আজব দুনিয়ায় প্রতিদিনই ঘটছে আজব সব ঘটনা!
বাড়ি-ঘর কিছুই নেই, রাস্তার ধারে ভিক্ষা করে দিন চলে যায় তার। এমনই চার ভিক্ষুক জিতলেন এক বিশাল অঙ্কের লটারি। এমন একটি ঘটনাটি ঘটেছে ফ্রান্সের পশ্চিমের বন্দর শহর ব্রেইস্টে।
কোলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন হতে জানা যায়, ফ্রান্সের পশ্চিমের বন্দর শহর ব্রেইস্টের রাস্তাতে পাশাপাশি ভিক্ষা করেন চারজন। তাদের সকলেরই বয়স ত্রিশের কোঠায়।
সম্প্রতি এক ব্যক্তি তাদের এক ইউরো মূল্যের একটি স্ক্র্যাচকার্ড (লটারী) দিয়ে যান। সেই স্ক্র্যাচকার্ডই তাদের জীবনের জন্য এক সময় আশীর্বাদ হয়ে দাঁড়ায়। সেই স্ক্র্যাচকার্ড থেকেই তারা জিতেছেন ৫০ হাজার ইউরো! যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৫০ লাখ টাকা! বিষয়টি নিয়ে আলোচনায় মেতেছেন নেটিজেনরা।
গত মঙ্গলবার এই ঘটনাটির খবর জানিয়েছে ফরাসি লটারি সংস্থা এফডিজে। এফডিজে পুরস্কার মূল্য ওই চার জনের মধ্যে ভাগ করে দিয়েছে বলেও জানা যায়।
সংস্থাটির মুখপাত্র সংবাদ মাধ্যমকে বলেছেন, এই পুরস্কার পেয়ে তারা রীতিমতো হতবাক হয়ে গিয়েছিলেন। ওই অর্থ কীভাবে তারা খরচ করবেন, তার কোনো পরিকল্পনাও নেই তাদের। তারা এই অর্থ দিয়ে শহর ছাড়ার কথাও ভাবছেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।