দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশটির প্রভাবশালী সিনেটর লিন্ডসে গ্রাহাম মন্তব্য করেছেন, সর্বশেষ মার্কিন নির্বাচন বা ফল মেনে নিলে রিপাবলিকান দল আর কোনো দিনই প্রেসিডেন্ট নির্বাচিত করতে পারবে না। সে কারণে পরাজয় মেনে নেওয়া ডোনাল্ড ট্রাম্পের মোটেও উচিত হবে না।
যুদ্ধবাজ হিসেবে খ্যাত এই সিনেটর বলেছেন যে, রিপাবলিকান দল যদি এই নির্বাচনকে চ্যালেঞ্জ না করে ও সেইসঙ্গে যদি নির্বাচনী ব্যবস্থার পরিবর্তন না আনে, তাহলে আর কখনও কোনো প্রেসিডেন্ট নির্বাচিত করতে পারবে না।
রিপাবলিকান দলের মুখপাত্র হিসেবে পরিচিত ফক্স নিউজকে রবিবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
এই সময় নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া ও অ্যারিজোনা রাজ্যে নির্বাচনে কারচুপির অভিযোগ আনেন ও এইসব জায়গায় পুনরায় ভোট গণনার দাবিও জানান প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ এই সহযোগী লিন্ডসে গ্রাহাম।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে গত ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এর চার দিন পর গত শনিবার জো বাইডেন বিপুল ভোটে নির্বাচিত হন। তবে এখন পর্যন্ত বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার রিপাবলিকান পার্টি পরাজয় মেনে নেয়নি। ভোট কারচুপির অভিযোগ তুলে তারা আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথাও বলে আসছেন।
এমন এক নাজুক অবস্থার মধ্যে রিপাবলিকান দলের সিনিয়র এবং প্রভাবশালী ওই সিনেটর এমন একটি মন্তব্য করলেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।