দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে একজন মুসলিম অ্যাক্টিভিস্ট নারীকে অন্যায়ভাবে ফ্লাইট হতে নামিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আমানি আল খাতাতবেহ নামে ওই নারী নিজেই টুইট বার্তায় এমন অভিযোগ তুলেছেন। পরে তাকে পুলিশ গ্রেফতার করে। জানা যায়, শনিবার ফ্লাইটে প্রবেশের ঠিক আগে নিয়ম না মেনেই একজন শ্বেতাঙ্গ পুরুষ যাত্রী চেকপয়েন্টের লাইনে দাঁড়িয়ে পড়েন। এর প্রতিবাদ করায় ওই ব্যক্তির সঙ্গে এক পর্যায়ে তর্কে জড়িয়ে পড়েন আমানি।
পরে ওই ব্যক্তি অভিযোগ জানালে আমানিকে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট হতে অন্যায়ভাবে নামিয়ে দেওয়া হয়। পরে পুলিশ ওই মুসলিম নারীকে গ্রেফতার করে। অভিযোগ দেওয়া ওই শ্বেতাঙ্গ পুরুষ প্রথম শ্রেণীর যাত্রী ছিলেন।
এক টুইট বার্তায় আমানি বলেছেন, একজন মুসলিম নারী হিসেবে ফ্লাইটে উঠলে অনেক মানুষেরই সমস্যা হয়, এটা সত্যিই অবিশ্বাস্য। আমানিকে নামিয়ে দেওয়ার ঘটনায় তদন্ত করা হচ্ছে বলে মার্কিন পুলিশের পক্ষ হতে বলা হয়েছে।
এদিকে গার্ডিয়ান বলছে, মুসলিম নারী অ্যাকটিভিষ্টকে নামিয়ে দেওয়ার পর তাকে গ্রেফতার করে পুলিশ। আমানি আল খাতাতবেহ নামে ওই নারী অভিযোগ করেছেন যে, পুলিশ তাকে গ্রেফতার করলে ফ্লাইট কর্তৃপক্ষ তাকে গালিও দিয়েছে। নিউজার্জির ঘটনাটি তিনি টুইটারে পোস্ট করার এক ঘণ্টার মধ্যে পুলিশ তাকে গ্রেফতার করে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।