দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার সাধারণ নির্বাচনে বিজয়ী হয়েছেন লিবারেল পার্টির প্রধান জাস্টিন ট্রুডো। প্রধানমন্ত্রী হিসেবে দেশটির দায়িত্ব নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন ‘আমি সেই মুসলিম নারীর কথা কখনও ভুলবো না’।
নির্বাচনে বিজয়ী হওয়ার পর দেওয়া এক ভাষণে হিজাবি এক নারীর কথা তুলে ধরেন জাস্টিন ট্রুডো। কানাডার বৈচিত্রের কথা স্মরণ করে মুসলিমদের অধিকার রক্ষার তিনি প্রত্যয় ব্যক্ত করলেন। জাস্টিন ট্রুডো তার বক্তৃতায় বলেছেন, এক সভায় এক তরুণী মা তার সন্তানকে কোলে নিয়ে আমার কাছে এসেছিলেন।
তিনি বলেন যে, তিনি একজন প্র্যাকটিসিং মুসলিম। মাথায় হিজাব পরা ওই নারী তার শিশু সন্তানকে আমার দিকে এগিয়ে দিয়ে যে কথাটি বললেন, তা আমি কখনও ভুলবো না। ওই হিজাবি নারী বললেন যে, আমাদের সন্তানের অধিকার রয়েছে তার নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার। আমি আপনার দলকে ভোট দিচ্ছি এই আশাতে যে, তার এই অধিকার আপনারা রক্ষা করবেন।
প্রধানমন্ত্রী জাস্টিন ওই নারীসহ কানাডার সব মুসলমান ও কানাডাবাসীদের উদ্দেশ্যে বলেন, আমি জানি কানাডাকে গড়ে তোলার জন্য পৃথিবীর সব প্রান্ত হতে আসা, সব বিশ্বাসের মানুষদেরই ভূমিকা রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, এটি বৈচিত্রময় দেশ। এই বৈচিত্র এবং বিশ্বাসের মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। তার এমন প্রতিশ্রুতির পর উপস্থিত জনতা তুমুল করতালি দিয়ে তার এই বক্তব্যকে স্বাগত জানান।