দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সৌদি আরবে দুজন বিচারককে সম্প্রতি বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, তাঁরা দাড়ি কামাতে নিষেধ করার রায় দিয়েছেন ও ধূমপান করতেও নিষেধ করেছেন।
কট্টর ইসলামপন্থী এবং রাজতান্ত্রিক দেশটির এমন পদক্ষেপ বেশ অবাক করেছে সকলকেই। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে গালফ নিউজ এই তথ্য দিয়েছে।
তাদের প্রতিবেদনে বলা হয়, বিতর্কিত রায় দেওয়ার কারণে দেশটির দুই বিচারককে বরখাস্ত করেছে সৌদি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। রায়ে তারা উল্লেখ করেছেন যে, পুরুষের জন্য দাড়ি শেভ করা ও ধূমপান করা নিষেধ।
সৌদি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল জানিয়েছে, আদালতের রায় মূলত একটি প্রাতিষ্ঠানিক কাজ। এতে ব্যক্তিগত মতামত রাখার কোনো স্থান নেই। ব্যক্তির ইচ্ছা অনুযায়ী রায়ে এসব উল্লেখ করার কোনো সুযোগ নেই বলে মনে করছে দেশটি। বিচারককে বরখাস্ত করার পর তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইতিপূর্বে গত জুলাইয়ে ঘুষগ্রহণের অভিযোগে সৌদি আরবে এক বিচারকের চার বছর জেল হয়। সেইসঙ্গে ১ লাখ ৩০ হাজার রিয়েল জরিমানাও গুনতে হয়েছিল তাঁকে। এ ছাড়াও একই অভিযোগে একজন মধ্যস্থতাকারীকে ৫ মাসের জেল এবং ২০ হাজার রিয়েল জরিমানা করা হয়েছিলো।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।