দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মাত্র ১২ বছর বয়সে মেয়ে সিলভিয়া বানিয়েছে আঁকতে পটু শিল্পী রোবট। রোবটটির নাম রাখা হয়েছে ওয়াটারকালার বট।
প্রযুক্তি ব্যবহার বৃদ্ধির সাথে সাথে রোবটগুলো আরো আধুনিক হচ্ছে। রোবট বানানোর অনেকের শখের ব্যাপারে পরিণত হয়েছে। সিলভিয়া নামের মেয়েটি এভিল সায়েন্টিস্ট ল্যাব এর সহযোগিতায় ওয়াটারকালার বট টি তৈরি করল। রোবটটির বিশেষত্ব হচ্ছে এটি জল রং এ ছবি আকতে পারদর্শী।
রোবটটি বানানো হয়েছে একটি কাঠের ফ্রেমের উপর দুটি মোটর লাগিয়ে। তার এর সাহায্যে মোটর দুটি দুদিকে বসানো রডকে নিয়ন্ত্রণ করতে পারে। মূল অংশে ব্রাশ এবং কালি আসার ব্যবস্থা রাখা হয়েছে। ওয়াটারকালার বট আপনার জন্য ছবি আঁকবে। কম্পিউটার প্রোগ্রাম করা এই রোবটটি ব্যবহারকারীর নির্দেশনা অনুসারে ছবি আঁকতে পারবে। ছবি আকার জন্য জল রং এবং তুলি ব্যবহার করে রোবটটি।
এই প্রজেক্টটি কিকস্টারটার এ অর্থায়ন করার জন্য ক্যাম্পিং পর্যায়ে আছে। প্রজেক্টটি বাস্তবায়ন করতে ৫০ হাজার ডলার প্রয়োজন হলেও ইতোমধ্যে এটি ৭০ হাজার ডলার পাওয়া গেছে।
তথ্যসূত্র: দি টেক জার্নাল