দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গ্রেফতারকৃত বিজেপি নেতাসহ সাত মাদক পাচারকারী আদালতে বেকসুর খালাস পাওয়ায় সাহসিকতার পদক ফিরিয়ে দিলেন ভারতের মণিপুর পুলিশের এএসপি থৌওনাজম বৃন্দা।
পদক ফিরিয়ে দেওয়া সংক্রান্ত একটি চিঠি রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকেও পাঠিয়েছেন এএসপি থৌওনাজম বৃন্দা। এক বিবৃতিতে তিনি উল্লেখ করে, আমার মনে হয়েছে যে আমি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি। তাই এই পদক বা সম্মান পাওয়ার যোগ্য আমি নই। সে কারণে আমার এই পদকটি আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত দিলাম।
জানা যায়, মনিপুরের ৭ জন শীর্ষ মাদক পাচারকারীকে গ্রেফতার করেন এই নারী পুলিশ কর্মকর্তা। সে জন্য ২০১৮ সালে তিনি রাজ্য সরকারের কাছ থেকে ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল’ ও অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতিও পান। তবে সম্প্রতি সেই অপরাধীদের বেকসুর খালাস দিয়েছেন দেশটির আদালত। সে কারণে মেডেলটি ফিরিয়ে দিয়েছেন থৌওনাজম বৃন্দা।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয় যে, মনিপুরে মাদক ব্যবসা দিনকে দিন বাড়ছিলো। সে কারণে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাজ্য সরকার। যার নেতৃত্বে দিয়েছিলেন এই নারী পুলিশ কর্মকর্তা। তিনি ২০১৮ সালে রাজ্যের এক বিজেপি নেতাসহ ৭ জন শীর্ষ মাদক পাচারকারীকে গ্রেফতার করেন। পরবর্তীকালে বিষয়টি নিয়ে ব্যাপক হইচই পড়ে যায়।
ওই অভিযানের পর কার্যত রাজ্যটিতে মাদক ব্যবসা যেনো ঝিমিয়ে পড়ে। তাই অসীম সাহসিকতার পুরস্কার হিসেবে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং তাকে ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল’ প্রদান করেন এবং একই সঙ্গে তাকে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতিও দেওয়া হয়।
সম্প্রতি ওই সাত আসামিকে বেকসুর খালাস করে দিয়েছে মনিপুরের ইম্ফলের একটি বিশেষ আদালত। কারণ হিসেবে বলা হয় যে, অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত কোনো তথ্য-প্রমাণই পাওয়া যায়নি। পুলিশের তদন্তও নাকি ঠিকভাবে হয়নি। তাই আদালত এই সিদ্ধান্ত দিয়েছেন।
এই রায়ের পরই নিজের পদক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন থৌওনাজম বৃন্দা। তিনি বিষয়টি নিয়ে মনিপুরের মুখ্যমন্ত্রীকেও একটি চিঠি দিয়েছেন।
পরবর্তীকালে এক বিবৃতিতে থৌওনাজম বৃন্দা বলেন, নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি বলে মনে হওয়ায় পদকটি আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরিয়ে দিয়েছি। কারণ এই পদক বা সম্মান আমার জন্য নয়।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।