The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

অপূর্ব নিজের রেকর্ড নিজেই ভাঙলেন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি আলোচনায় উঠে এলো সিএমভি প্রযোজিত অপূর্ব-সাবিলা নূর অভিনীত নাটক ‘এক্সচেঞ্জ’। ওই নাটকে অপূর্ব নিজের রেকর্ড নিজেই ভাঙলেন!

অপূর্ব নিজের রেকর্ড নিজেই ভাঙলেন! 1

ইউটিউবে কোটি ভিউ হওয়ার বিষয়টি আগে চমকপ্রদ ছিলো। কিন্তু বর্তমানে মূল বিষয় কোন কনটেন্ট কতো দ্রুত কোটির মাইলফলক স্পর্শ করছে সেটিই দেখার বিষয়। সেই হিসাবে সম্প্রতি আলোচনায় উঠে এলো সিএমভি প্রযোজিত অপূর্ব-সাবিলা নূর অভিনীত নাটক ‘এক্সচেঞ্জ’।

গত বছর ২৩ নভেম্বর রুবেল হোসেন পরিচালিত নাটকটি ইউটিউবে প্রকাশ করা হয়। তারপর মাত্র ৫৩ দিনের মাথায় গত ১৫ জানুয়ারি এটি অতিক্রম করে ফেরে কোটি ভিউয়ের ক্লাব! যা বাংলাদেশের নাটকের ইতিহাসে অত্যন্ত দ্রুততম ভিউ বিচারে দ্বিতীয়তম স্থান।

ইতিপূর্বে এই অবস্থানে ছিল সিএমভি প্রযোজিত এবং অপূর্ব-মেহজাবীন চৌধুরী অভিনীত একই নির্মাতার আরেকটি নাটক ‘মিস্টার এন্ড মিস চাপাবাজ’ নাটক! এটি ইউটিউবে প্রকাশের ৭৩ দিনের মাথায় এক কোটি ভিউ অতিক্রম করেছিলো।

এবার মাত্র ৫৩ দিনের মাথায় ‘এক্সচেঞ্জ’ অতিক্রম করলো ‘মিস্টার এন্ড মিস চাপাবাজ’ নাটকটির রেকর্ড। যে কারণে তৃতীয় অবস্থানে নেমে আসে ‘মিস্টার এন্ড মিস চাপাবাজ’। অপরদিকে প্রথম অবস্থানে রয়েছে অপূর্ব-মেহজাবীন অভিনীত আরিয়ানের নাটক ‘বড় ছেলে’। এটি মাত্র ৩৩ দিনে অতিক্রম করে কোটি ভিউ’র ঘর।

তথ্যসূত্র: আমাদের সময়

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর

অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...