The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

তানজিন তিশা নিজের গল্পে অভিনয় করলেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট পর্দার জনপ্রিয় এক অভিনেত্রী তানজিন তিশা। ভিন্ন ভিন্ন চরিত্রে পর্দায় হাজির হয়ে দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছেন। এবার নিজের গল্পে পর্দায় হাজির হচ্ছেন এই অভিনেত্রী।

তানজিন তিশা নিজের গল্পে অভিনয় করলেন 1

মাহমুদুর রহমান হিমি পরিচালিত ধারাবাহিক নাটকটির নাম ‘হাউজ নং ৬৯’। এই নাটকটির বিশেষ ৭টি পর্বে দেখা যাবে তানজিন তিশাকে। এই পর্বগুলোতে তিশার গল্পে রচনা করেছেন তাসদিক শাহরিয়ার। এতে কাজের মেয়ে আকলিমার চরিত্রে অভিনয় করেছেন তিশা।

নাটকটি সম্পর্কে তানজিন তিশা বলেছেন, ‘হাউজ নং ৬৯’-এর জন্য হঠাৎ করেই গল্পটা মাথায় এসেছে। শুরুতে আকলিমা চরিত্রটিতে নিজেকে ফুটিয়ে তুলতে একটু কঠিন মনে হয়েছিল। তবে পরবর্তীতে আকলিমা কিভাবে কথা বলতে পারে, কীভাবে হাঁটতে পারে আরও কী কী করতে পারে সবই নিজের মধ্যে আমি নিতে পেরেছিলাম। গল্পটার শেষে একটা টুইস্টও রয়েছে।’

উল্লেখ্য, ‘হাউজ নং ৬৯’ ধারাবাহিক নাটকটি প্রতি মঙ্গলবার হতে বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে এনটিভিতে প্রচারিত হচ্ছে। তিশা অভিনীত পর্বগুলো আজ (৩১ মার্চ) হতে প্রচার শুরু হচ্ছে।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর

অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...