দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘সত্তা’ খ্যাত প্রযোজক সোহানী হোসেনের প্রযোজনায় ব্যাপক আলোচনায় থাকা সিনেমা ‘অন্তরাত্মা’র শুটিং শেষ হয়েছে। বিষয়টি জানিয়েছেন সিনেমাটির পরিচালক ওয়াজেদ আলী সুমন।
‘সত্তা’ খ্যাত প্রযোজক সোহানী হোসেনের প্রযোজনায় ব্যাপক আলোচনায় থাকা সিনেমা ‘অন্তরাত্মা’র শুটিং শেষ হয়েছে। বিষয়টি জানিয়েছেন সিনেমাটির পরিচালক ওয়াজেদ আলী সুমন।
ঢালিউডের ‘কিং খান’ শাকিব খানের সিনেমা ‘অন্তরাত্মা’। তাই বাংলা সিনেমার দর্শকদের কাছে বরাবরই আগ্রহের কেন্দ্রবিন্দুতে হিসেবে পরিণত হয়েছে এই সিনেমাটি। এতে শাকিবের নায়িকা হিসেবে আছেন কোলকাতার দর্শনা বণিক। এবারই প্রথমবারের মতো রুপালী পর্দার দর্শক দেখতে পাবেন শাকিব-দর্শনার রসায়ন।
সোহানী হোসেনের মূল গল্পে ফেরারী ফরহাদের চিত্রনাট্যে ‘অন্তরাত্মা’র অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, মারুফ, এস এম মহসীন প্রমুখ।
পরিস্থিতি অনুকূলে থাকলে ঈদেই মুক্তিপাবে ‘অন্তরাত্না’। গত শনিবার বিকেলে জানা যায়, ‘অন্তরাত্মা’র শুটিং করতে গিয়ে চোখে আঘাত পান শাকিব খান। তবে সেই আঘাত গুরুত্বর নয় বলে জানিয়েছেন ঢালিউডের এ সুপারস্টার।
উল্রেখ্য, টানা দুই সপ্তাহ ধরে ‘অন্তরাত্মা’র ছবির শুটিং এর জন্য পুরো টিম পাবনাতে অবস্থান করেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।