The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

বিজ্ঞাপনচিত্রে জুটি হলেন শাহেদ-মিলি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘মনপুরা’ খ্যাত অভিনেত্রী ফারহানা মিলি এবং অভিনেতা শাহেদ শরীফ খান নতুন একটি বিজ্ঞাপনচিত্রে জুটি হয়েছেন।

বিজ্ঞাপনচিত্রে জুটি হলেন শাহেদ-মিলি 1

মাহমুদুল্লাহ সোহাগের পরিচালনায় গত ২ এপ্রিল ঢাকার বিভিন্ন লোকেশনে অনলাইন মার্কেটপ্লেস ‘ইভুবন’-এর এই বিজ্ঞাপনটির শুটিং করা হয়েছে।

এই বিজ্ঞাপনচিত্রে শুটিং সম্পর্কে অভিনেত্রী ফারহানা মিলি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘অনেকদিন পর একটা কাজ করলাম। শাহেদ ভাই এবং আমার এই কাজটি আশা করি ভালো লাগবে মানুষের। সুন্দর একটা গল্প রয়েছে এতে।’

ইভুবনের কর্ণধার দেলোয়ার আহমেদ সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘অনলাইনের মাধ্যমে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও কাজ করা সম্ভব।তাই ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহককে সঠিক সময়, সঠিক পণ্য, সঠিক মূল্য ও মান নির্ধারণ করে দেশ ও দেশের বাইরে সুনামের সঙ্গে ব্যবসা করতে চাই। আর সে কারণেই এই বিজ্ঞাপনটি নির্মাণ করা।’

উল্লেখ্য, খুব শীঘ্রই বিজ্ঞাপনচিত্রটি দেশের বিভিন্ন টিভি চ্যানেল এবং অনলাইনে প্রচারিত হবে।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর

অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...