দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রুশ করোনা ভ্যাকসিনকে দেশটির বিশ্বখ্যাত কালাশানিকভ রাইফেলের (একে-৪৭ ) সঙ্গে তুলনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ বার্তা সংস্থা তাস এই খবর দিয়েছে।
নিজ দেশে উৎপাদিত ৪টি ভ্যাকসিন ব্যবহারের অনুমতিও দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার উপ-প্রধানমন্ত্রী তাতিয়ানা গলিকভার সঙ্গে এক ভিডিও কনফারেন্সে পুতিন আরও বলেন, দশক ধরে ওষুধ উৎপাদনে আমরা যে প্রযুক্তি ব্যবহার করে আসছি তা এখনও আধুনিক এবং উন্নতমানের। সন্দেহ নেই এগুলোই সবচেয়ে বেশি নির্ভরযোগ্য ও নিরাপদ। রাশিয়ার ভ্যাকসিন ঠিক একে-৪৭ এর মতোই নির্ভরযোগ্য। এটি অবশ্য আমরা বলছি না। এই কথা বলেছেন, ইউরোপীয় বিশেষজ্ঞরা। আমিও মনে করি তিনি একেবারেই সঠিক বলেছেন। বিশ্বের সবচেয়ে পরিচিত এবং ব্যবহৃত আগ্নেয়াস্ত্র হলো এই একে-৪৭।
রুশ কর্তৃপক্ষ সিঙ্গেল ডোজের স্পুটনিক ভ্যাকসিন প্রয়োগের অনুমতির দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মন্তব্য করলেন। এই ভ্যাকসিনটির নামকরণ করা হয়েছে স্পুটনিক লাইট। যদিও এক ডোজের এই ভ্যাকসিনটির চূড়ান্ত পর্বের ক্লিনিক্যাল ট্রায়াল এখনও শুরু হয়নি।
গত বছর চূড়ান্ত পরীক্ষার পূর্বেই স্পুটনিক ভি ভ্যাকসিনকে অনুমোদন দেওয়ায় সমালোচনার মুখে পড়ে রাশিয়া। এই বছর ফেব্রুয়ারিতে দ্য লানসেট জার্নালে যার ক্লিনিক্যাল ট্রায়ালের প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদন অনুসারে জানা যায়, করোনা ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিনটি নিরাপদ এবং কার্যকর ও এর কার্যকারিতার হার ৯১ শতাংশ।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।