দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ করোনার কারণে সবকিছু থমকে গেলেও থেমে নেই আনন্দ উৎসব। তাই পবিত্র ঈদুল ফিতরের আগের রাতে রয়েছে চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান। চ্যানেল আইয়ে ঈদের আগের রাতে যা থাকছে।
করোনার এই প্রতিকূলতার মধ্যেও ঈদুল ফিতরে চ্যানেল আই সাজিয়েছে ৮ দিনব্যাপী বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এই সকল অনুষ্ঠানমালার মধ্যে থাকছে ৭টি নতুন চলচ্চিত্রের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার, ১০টি টেলিফিল্ম এবং শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে সম্পূর্ণ নতুন ১৫টি নাটক, যার মধ্যে নাটকগুলোর সম্প্রচার শুরু হবে ঈদের আগের দিন থেকেই।
চ্যানেল আইয়ে ঈদের আগের রাত ৭টা ৫০ মিনিটে দেখানো হবে রেজানুর রহমানের নাটক ‘বাঁশিওয়ালা’। এই নাটকে অভিনয় করেছেন এফএস নাঈশ, সুমনা সোমা, নাদিয়া আহমেদ, রহমান জর্জ, শাহাদাত হোসেনসহ প্রমুখ।
চ্যানেল আইয়ে ঈদের রাতে আরও থাকছে জিল্লুর রহমানের গ্রন্থনা ও উপস্থাপনায় ঈদের বিশেষ ‘তৃতীয় মাত্রা’। এটি দেখানো হবে রাত ১টায়।
একই দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দেখানো হবে আফজাল হোসেন নির্মিত ফরিদুর রেজা সাগরের ৮ পর্বের ‘কক্সবাজারে কাকাতুয়া’ নাটকের পুনঃপ্রচার। এই নাটকটি শেষ হবে ঈদের সপ্তম দিন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।