দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সহকারী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারস্য উপসাগর বিষয়ক মহাপরিচালক আলিরেজা ইনায়েতি বলেছেন যে, ইরান-সৌদি সম্পর্ক গড়ে উঠলে মুসলিম বিশ্বই উপকৃত হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সহকারী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারস্য উপসাগর বিষয়ক মহাপরিচালক আলিরেজা ইনায়েতি বলেছেন যে, প্রতিবেশী সব দেশের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ের সম্পর্ক এবং সহযোগিতা প্রতিষ্ঠাকে তেহরান সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তিনি বলেছেন, তেহরান ও রিয়াদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠিত হলে এই অঞ্চলসহ গোটা মুসলিম বিশ্বই উপকৃত হবে।
গতকাল (শনিবার) এতেমাত দৈনিক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে আলীরেজা এনায়েতি আরও বলেন, আমরা মনে করি ইরান ও সৌদি আরবের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠলে পুরো মুসলিম বিশ্বের বিদ্যমান বিভিন্ন সমস্যার সহজ সমাধান হওয়ার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতাও বৃদ্ধি পাবে। তিনি বলেন, সম্পর্ক পুন:প্রতিষ্ঠা করার লক্ষ্যে ইরান এবং সৌদি আরবের প্রতিনিধিরা এই পর্যন্ত ৩ বার ইরাকের রাজধানী বাগদাদে মিলিতও হয়েছেন।
এনায়েতি আরও বলেন, ইরানে নতুন সরকার গঠিত হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ায় ও সৌদি আরবে মুসলমানদের বার্ষিক হজ্জ্ব পালন উৎসব উপনিত হওয়ার কারণে দুই দেশের মধ্যে চতুর্থ পর্বের আলোচনা স্থগিত হয়ে যায়। তবে সৌদি আরবের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে ইরান সরকার এখনও অটল রয়েছে বলেও তিনি জানিয়েছেন। এছাড়াও দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ইস্যুতে ইরান এবং সৌদি আরবের মধ্যে আলোচনার ক্ষেত্রে কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই বলেও তিনি জোর দিয়ে বলেছেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।