দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গুগল প্লে স্টোরকে অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপ ডাউনলোডের জন্য সবচয়ে সুরক্ষিত মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। অথচ এই স্টোরের একাধিক অ্যাপেই দেখা যাচ্ছে, বিপদের ‘আশঙ্কা’।
ডিজিটাল সুরক্ষা সংস্থা অ্যাভাস্ট দাবি করেছে যে, গুগল প্লে স্টোরে ১৯ হাজার ৩০০টির বেশি এমন অ্যাপের সন্ধান তারা পেয়েছেন যা ফায়ারবেস ডেটাবেসে ত্রুটির কারণে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁসও করে দিতে পারে। আসলে ফায়ারবেস এমন একটা টুল, যা অ্যান্ড্রয়েড ডেভেলপাররা ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণের জন্য ব্যবহার হয়ে থাকে।
অ্যাভাস্টের পরিসংখ্যান অনুযায়ী জানা যায়, সংস্থার গবেষকরা ১ লাখ ৮০ হাজার ৩০০ ফায়ারবেস নির্ভর অ্যাপ পরীক্ষা করে দেখছিলেন। ১০ শতাংশেরও বেশি অ্যাপে দেখা যায়, সেগুলোর ফায়ারবেস ‘খোলা’ রয়েছে। অ্যাপ ডেভেলপারদের মিস কনফিগারেশনের কারণেই ওই ফাঁক রয়েছে। যা ব্যবহারকারীদের তথ্য ফাঁসও করে দিতে পারে। অনায়াসে চুরি হয়ে যেতে পারে ব্যবহারকারীদের একান্ত ব্যক্তিগত তথ্যসমূহ।
কী ধরনের তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা?
ব্যবহারকারীর নাম, ঠিকানা, জন্মতারিখ ও অবস্থান সংক্রান্ত বেশ কিছু তথ্য ফাঁস হয়ে যেতে পারে। বিষয়টি নিয়ে গুগলকে জানানো হয়, যাতে অ্যান্ড্রয়েড ডেভেলপাররা এই সমস্যার সমাধান করতে পারেন।
কোন কোন অ্যাপ নিয়ে এই উদ্বেগ প্রকাশ করা হয়েছে?
# লাইফস্টাইল
# গেমিং
# মেল
# খাবার ডেলিভারি
# ওয়ার্ক আউটসহ বিভিন্ন অ্যাপের মাধ্যমে এসব বিপদ হতে পারে।
ইতিমধ্যে ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়া, লাতিন আমেরিকাসহ বিশ্বের বেশ কিছু স্থানেই এ সমস্যা ধরা পড়েছে।
ব্যবহারকারীদের করণীয়
# যাচাই না করে গুগল প্লে স্টোর হতে কোনো অ্যাপই ডাউনলোড করবেন না।
# ডাউনলোডের পূর্বে বিবরণ পড়তে হবে। কম সুরক্ষিত অ্যাপগুলোর বিবরণগুলো অগোছালোভাবে লেখা থাকবে।
# যে অ্যাপগুলো অল্প টাকা কিংবা বিনামূল্যে কিছু দিতে চায়, তাদের ভরসা না করায় ভালো।
তথ্যসূত্র : এনডিটিভি
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।