দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুধু গ্রেফতার ও রিমান্ড হলেই চলবে না গ্রাহকদের টাকা কিভাবে উদ্ধার করা যাবে সেই বিষয়টিই এখন দেখার দাবি উঠেছে।
দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ্র তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে আটক করেছে র্যাব। এর আগে গত বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকার গুলশান থানায় প্রতারণার মামলা দায়ের করেছিলেন একজন গ্রাহক।
অভিযানের পর র্যাব ইন্টেলিজেন্স-এর প্রধান খায়রুল ইসলাম এ দুজনকে আটকের খবর বিষয়টি নিশ্চিত করেন। পরে গতকাল র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল যে তথ্য দিয়েছেন তাতে বোঝা যাচ্ছে, গ্রাহকরা অন্তত এক হাজার কোটি টাকা পাবেন ইভ্যালির কাছ থেকে। অথচ তাদের নামে কয়েক কোটি টাকার সম্পত্তি ও ব্যাংকে রয়েছে মাত্র ৩০ লাখ টাকা।
এখন প্রশ্ন দেখা দিয়েছে, এতো টাকা তাহলে গেলো কোথায়? তিনি কী টাকা পাচার করেছেন? সেই প্রশ্নও উঠে আসছে। সবথেকে বড় প্রশ্ন হলো গ্রাহকরা তাদের টাকা কীভাবে ফেরত পাবেন? অনেকেই ধার দেনা করে বিনিয়োগ করেছিলেন ইভ্যালিতে। তাদের সেইসব কষ্টার্জিত অর্থের এখন কী হবে?
এখন গ্রাহকদের দাবি তাদের অন্তত মূল টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক। আর এই দাবি তারা জানিয়েছেন সরকারের কাছে।
উল্লেখ্য, ইভ্যালি মূলত বাংলাদেশ ভিত্তিক একটি ই-কমার্স প্লাটফর্ম। অনলাইন কেনাকাটার ক্ষেত্রে লোভনীয় ডিসকাউন্ট বা ক্যাশব্যাকের অফার দিয়ে দারুণভাবে সবার নজরকাড়তে সমর্থ হয় ইভ্যালি। অল্প সময়ের মধ্যে অনলাইন ক্রেতাদের মধ্যে আলোড়ন সৃষ্টি করলেও প্রতিষ্ঠানটি এখন গ্রাহক ভোগান্তি এবং সমালোচনার শীর্ষে অবস্থান করছে। ২০১৮ সালের ডিসেম্বরে মোহাম্মদ রাসেল প্রতিষ্ঠা করেন এই ই-কমার্স প্লাটফর্মটি।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।