The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

এবার দাবানল রুখবে ছাগল!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করে। তবে এবার দমকল কর্মী নয়, আগুন রুখবে ছাগল! এটি কীভাবে সম্ভব? তবে এমনটিই হচ্ছে আয়ারল্যান্ডে!

এবার দাবানল রুখবে ছাগল! 1

সংবাদ সংস্থা রয়টারের এক খবরে জানা যায়, এবার আয়ারল্যান্ডের ডাবলিনের পাহাড়গুলোতে দাবানল ঠেকানোর জন্য মোতায়েন করা হয়েছে আইরিশ ছাগল!

ঐতিহাসিক ও বিলুপ্তপ্রায় এই দাঁড়িওয়ালা প্রজাতির ছাগলের প্রধান খাদ্য হলো মটর জাতীয় এক ধরনের গাছের গুল্ম। এই খাবারেই সুস্থ্যভাবে বেড়ে ওঠে এই জাতের ছাগলগুলো, এক পর্যায়ে বংশ বিস্তারও করে তারা।

এই ধরনের জাতীয় লতা গুল্মের গাছে ভরা ডাবলিনের পাহাড়। এই লতা প্রচণ্ড দাহ্য হওয়ায়, দাবানলের সহায়ক হিসাবেও কাজ করে থাকে।

দেখা যাচ্ছে মূলত আয়ারল্যান্ডের সরকার এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছেন। দাহ্য লতাগুল্ম খেয়ে একদিকে ছাগল উৎপাদন যেমন বাড়বে। অপরদিকে এ ধরনের গুল্ম, ছাগল খেয়ে ফেললে অনেকটাই কমে যাবে দাবানলের আশঙ্কাও।

এদিকে প্রাণি সংরক্ষণকারীরা আশা করছেন যে, প্রায় ৫ হাজার বছর আগের এই প্রজাতির ছাগলের বিলুপ্তি ঠেকাতে এই উদ্যোগটি খুবই কাজে দেবে।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...