দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফেইসবুকের মালিকানাধীন সংস্থা হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার। নানা রকম ফিচার এনে অ্যাপটিকে সকলের কাছে আকর্ষণীয় করে তোলাই সংস্থাটির প্রধান লক্ষ্য।
ফেইসবুকের মালিকানাধীন সংস্থা হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তার পিছনে রয়েছে নিত্যনতুন ফিচারের আমদানি। আইওএস ও অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য নানা রকম ফিচার এনে অ্যাপটিকে সকলের কাছেই আকর্ষণীয় করে তোলাই সংস্থাটির প্রধান লক্ষ্য। এবার ‘কমিউনিটি’ নামে আনা হচ্ছে আরও একটি নতুন ফিচার।
জানা গেছে, নতুন এই ফিচারটির সঙ্গে অনেকটাই মিল রয়েছে ‘গ্রুপ’-এর। তবে এটি ঠিক গ্রুপের বিকল্প নয়। এক্সডিএ ডেভেলপারদের রিপোর্ট অনুসারে এই কমিউনিটি ফিচারটি গ্রুপকে সরিয়ে দেবে না বরং দু’টিই একসঙ্গে থাকতে পারবে।
ওয়েবিটা অনুসারে জানা যায়, কমিউনিটি ফিচারটি ইউজারদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিকে আরও ভালোভাবে সংগঠিত করার সুবিধাও দেবে। অর্থাৎ এর সাহায্যে সেই সংক্রান্ত সেটিংস নিয়ন্ত্রণও করা যাবে। যে কারণে সমস্ত গ্রুপকেই নিয়ন্ত্রণ করা যাবে ওই ফিচারটির সাহায্যে।
শুধুমাত্র এই ফিচারটিই নয়, এই মুহূর্তে একাধিক ফিচার নিয়ে কাজ করছে জনপ্রিয় এই সোস্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ। এর মধ্যে অন্যতম হলো ভয়েস মেসেজ। এখন পর্যন্ত এই মেসেজের ক্ষেত্রে কোনও ‘পজ’ অপশনই নেই। সম্ভবত এরপর থেকে এই অপশনও পাওয়া যাবে।
এটি ছাড়াও আরও একটি ফিচার আনতে পারে হোয়াটসঅ্যাপ। যার সাহায্যে হাই রেজোলিউশনের ছবি এবং ভিডিও পাঠানো যাবে। ছবি কিংবা ভিডিও পাঠানোর সময় ইউজাররা বেছে নিতে পারবেন ‘বেস্ট কোয়ালিটি’ এবং ‘ডেটা সেভার’ মোডের মধ্যে যেটি তার পছন্দ হবে সেটি। তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।