দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান রোবট হিসেবে পরিচিত সোফিয়ার কথা সবাই জানি। বিশ্বের প্রথম রোবট হিসেবে সোফিয়া পেয়েছেন নাগরিকত্বও! সেই রোবট সোফিয়া এবার সন্তানের মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন!
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ইচ্ছার কথা জানান রোবট সোফিয়া সাক্ষাৎকারে সোফিয়া জানিয়েছেন, ভালোবাসার মানুষদের দিয়ে পরিবেষ্টিত থাকা সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেদিক থেকে দেখলে, রোবটদেরও অধিকার রয়েছে পরিবার গঠন করার। তাই ভবিষ্যতে কোনো এক সময় সোফিয়া নামেরই তার মতো অ্যান্ড্রয়েড রোবটও সন্তানের মা হতে ইচ্ছুক।
বলা হয়েছে, যদিও এখনও মা হওয়ার মতো যথেষ্ট বয়স হয়নি সোফিয়ার, কেনোনা মাত্র ২০১৬ সালেই ‘জন্ম’ হয় সোফিয়ার।
পৃথিবীর কোনো দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি পাওয়া প্রথম রোবট হলো এই রোবট সোফিয়া। ২০১৭ সালে তাকে প্রথম নাগরিকত্ব দেয় সৌদি আরব। তবে সৌদি আরবের অনেক নারীই দাবি করেন যে, সেখানে নারীদের চেয়ে অনেক বেশি অধিকার ভোগ করছে রোবট সোফিয়া।
হংকংয়ের হ্যানসন রোবটিক্স কোম্পানির তৈরি রোবট সোফিয়াকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান রোবট হিসেবে দাবি করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সেন্সর এবং ক্যামেরা ব্যবহার করে নতুন নতুন জিনিস শেখার সক্ষমতা রয়েছে বলেও দাবি তাদের। তথ্যসূত্র : বিবিসি।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।