দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ করোনার কারণে ইন্টারনেটভিত্তিক প্লাটফর্ম বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে। যার মধ্যে শীর্ষে ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্স। নেটফ্লিক্সে বর্তমানে সবচেয়ে বেশি দেখা হচ্ছে কোরিয়ান ড্রামা ‘অল অব আস আর ডেড।’ ট্রেন্ডিং এর শীর্ষে রয়েছে এই ছবিটি।
জানা যায়, গত ২৮ জানুয়ারি মুক্তি পেয়েছে জমবি ড্রামা ঘরানার এই কোরিয়ান ছবি ‘অল অব আস আর ডেড’। ডেডলাইনের সূত্রে জানা যায়, মাত্র এক সপ্তাহেই শীর্ষ স্থান দখল করে নিয়েছে এই ছবিটি। ইতিপূর্বে কোরিয়ান সিরিজ ‘স্কুইড গেম’ এবং ‘হেলবাউন্ড’ এই স্থান দখল করে নেয়।
‘অল অব আস আর ডেড’ ছবিতে অভিনয় করেছেন পার্ক জি হু, ইয়ুন চান ইয়ং, পার্ক সোলোমন, চো ই হাইয়ুনসহ এক ঝাঁক তারকা।
‘অল অব আস আর ডেড’ ছবির নির্মাতা ছবির সাফল্য সম্পর্কে সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘পুরো বিশ্ব থেকে এতো ভালোবাসা পাচ্ছি, যা বিশ্বাস হচ্ছে না আমার। শিল্পী এবং কলাকুশলীদের দুই বছরের কষ্ট সার্থক হলো।’
এই ছবিতে দেখানো হয়েছে, জমবি-ভাইরাস ছড়িয়ে পড়েছে। এক হাই স্কুলের শিক্ষার্থীরা তাদের স্কুল ক্যাম্পাসে আটকে পড়েছেন। বের হওয়ার উপায় খোঁজা বা সংক্রমিত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই তাদের কাছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।