দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন দুই মডেলের স্পিকার বাজারে নিয়ে এলো ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ‘কোরাস’ প্যাকেজিং এ ২.১ মাল্টিমিডিয়া স্পিকারদুটির মডেল হলো ‘ডব্লিউএস২১২৯’ এবং ‘ডব্লিউএস২১৬০’।
উন্নত ফিচারসমৃদ্ধ আকর্ষণীয় ডিজাইনের নতুন এই স্পিকারগুলো দেবে সুমধুর এবং জোরালো শব্দ। গান শোনা, মুভি দেখা বা গেম খেলায় অনন্য অনুভূতি পাবেন এর গ্রাহকরা। স্পিকার দুটির প্রধান বৈশিষ্ট্য হলো উভয়ের সঙ্গেই সাবউফার রয়েছে। ডিভাইসদুটি ফুল রেঞ্জ সাউন্ড দিতেও সক্ষম। স্পিকারগুলোতে মাল্টি-মোডে ব্লুটুথ, ইউএসবি প্লেব্যাক, অক্স, এফ এম রেডিও এসব সোর্স থেকে সরাসরি পছন্দের মিউজিক উপভোগ করতে পারবেন এর গ্রাহকরা। আরও রয়েছে এলইডি ডিসপ্লে, যেখানে দেখা যাবে প্রয়োজনীয় সকল তথ্য। ‘ডব্লিউএস২১৬০’ মডেলের স্পিকারটিতে আরও রয়েছে ১৫ ওয়াটের ২টি স্পিকারের সেইসঙ্গে থাকছে ৩০ ওয়াটের সাবউফার। বিল্ট-ইন ৩ চ্যানেল পাওয়ার এমপ্লিফায়ার এবং রিমোট কন্ট্রোল সুবিধাও থাকছে।
এই স্পিকারটির মূল্য হলো ৪,৯৫০ টাকা। ‘ডব্লিউএস২১২৯’ মডেলের স্পিকারটিতে ৫ ওয়াটের ২টি স্যাটেলাইট স্পিকারের সঙ্গে আরও রয়েছে ২০ ওয়াটের সাবউফার। এই মডেলটিতেও রয়েছে বিল্ট-ইন ৩ চ্যানেল পাওয়ার এমপ্লিফায়ার ও সেইসঙ্গে রিমোট কন্ট্রোল। এটির দাম মাত্র ৩,৬৫০ টাকা। স্পিকারগুলো পাওয়া যাচ্ছে সারা দেশব্যাপী ছড়িয়ে থাকা ওয়ালটনের সকল শোরুমে। সেইসঙ্গে গ্রাহকরা পাচ্ছেন ১ বছর পর্যন্ত ওয়ারেন্টি।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।