দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাবা-মাকে খুনের কথা আদালতে স্বীকার করেছে ঐশী। কাজের মেয়ে সুমিও স্বীকার করেছে সহযোগিতার কথা। আদালত তাদের গাজীপুর সংশোধীন সেলে পাঠানোর নির্দেশ দিয়েছে।
স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঐশী জানায়, নিজ হাতে বাবা-মাকে খুন করেছে সে। অন্যদিকে সুমি জানায়, লাশ সড়াতে সে ঐশীকে সহযোগিতা করেছে। আজ দুপুরে শুরু হয়ে বিকেল ৪টার দিকে তাদের জবানবন্দি নেয়া শেষ হয়।
৫ দিনের রিমান্ড শেষে শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাতের আদালতে ঐশীকে আদালতে হাজির করা হয়।
পুলিশ কাস্টরি থেকে গাজীপুরের কোণাবাড়ীর কিশোর সংশোধনী কেন্দ্রে নেয়া হয়েছে বাবা-মাকে হত্যার দায়ে আটক ঐশীকে। অপরদিকে তার বন্ধু মিজানুর রহমান রনিকে আদালত আবার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।