দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের সুপরিচিত অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়ো জানিয়েছেন, অ্যাপল আগামী জানুয়ারিতে এআর, ভিআর হেডসেট আনতে চলেছে।
ওই বিশ্লেষক জানালেন কবে আসতে পারে অগমেন্টেড ও ভার্চুয়াল অভিজ্ঞতার সমন্বয়ে তৈরি অ্যাপলের বহুল প্রতীক্ষিত মিক্সড রিয়ালিটি হেডসেট। অনুমানটি তিনি প্রকাশও করেছেন।
হেডসেটটি ২০২৩ সালের জানুয়ারিতে আসার বিষয়টি অ্যাপল বিশ্লেষক কুয়ো’র নতুন একটি নোটে দেখে প্রযুক্তিবিষয়ক সাইট ৯টু৫। ওই নোটে কুয়ো বলেছেন, হেডসেটটি অ্যাপলের নকশা করা সবচেয়ে ‘কঠিন পণ্য’ এটি। তবে ‘হেড-মাউন্টেড ডিসপ্লে’র বাজারে প্রতিষ্ঠানটিকে ‘দ্রুত এগোতে’ সাহায্য করবে এই হেডসেটটির উন্মোচন। অ্যাপল হেডসেট উন্মোচনের সম্ভাব্য তারিখ নিয়ে এটিই কুয়োর প্রথম অনুমান তা কিন্তু নয়।
তিনি আগের সব অনুমানে তুলনামূলক বিস্তৃত সময়কাল উল্লেখ করেছেন।২০২১ সালে তিনি বলেছিলেন, হেডসেটটি ২০২২ সালের কোনো এক সময় উন্মোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গত মে মাসেও তিনি অনুমান করে বলেন, ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকের কোনো এক সময় আসতে পারে এই হেডসেটটি।
অ্যাপলের হেডসেট উন্মোচনে কুয়োর অনুমানই যে সঠিক হবে, সেই বিষয়টি কিন্তু এমন নয়। কারণ হলো অ্যাপল তাদের পরিকল্পনা পাল্টাতে পারে বা কুয়োর সংশ্লিষ্ট সূত্রও হয়তো ভুল হতে পারে। তবে অ্যাপল বিষয়ে কুয়োর ভবিষ্যদ্বাণীই এ পর্যন্ত সবচেয়ে সঠিক বলে প্রমাণিত হয়েছে বহুবার।
নির্দিষ্ট মাস উল্লেখ করার বিষয়টিকে ওই বিশ্লেষকের ‘গভীর আত্মবিশ্বাস’ হিসেবেও চিহ্নিত করেছে ভার্জ। অ্যাপলের হেডসেটের কার্যক্রম নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদনের সঙ্গে মিলে যাচ্ছে কুয়োর এই অনুমানটি। ওই সব প্রতিবেদন অনুযায়ী জানা যায়, মে মাসের শুরুতে অ্যাপল পরিচালনা পর্ষদে দেখানো হয় এই হেডসেটটি।
জানা যায়, হেডসেটে ‘রিয়ালিটিওএস’ সফটওয়্যার ব্যবহার এবং অ্যাপলের ট্রেডমার্ক অ্যাপে এটি দেখানোর কথা উল্লেখ রয়েছে ওই প্রতিবেদনে। সম্প্রতি অগমেন্টেড রিয়ালিটি হেডসেট নিয়ে কাজ করার ইঙ্গিতও দিয়েছেন অ্যাপল সিইও টিম কুক।
এখন সময়ই বলে দেবে কুয়োর এই বাণি সত্যি হচ্ছে কি না।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।